promotional_ad

রাব্বিকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যায় বাশার

ফজলে রাব্বি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট|| 


ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ১৫ বছর ধরে খেললেও এই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী ফজলে রাব্বি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা এই ক্রিকেটারকে নেয়ার একটি সুস্পষ্ট ব্যাখ্যাও দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।


তিনি জানিয়েছেন এর আগে এইচপি স্কোয়াডে থাকা এই ক্রিকেটার মাঝে কিছুদিন অফ ফর্মে থাকলেও খেলার ধরণ পাল্টে আবারও রানে ফিরেছেন ঘরোয়া লীগে। বর্তমানে আগের থেকে অনেক পরিণত একজন ব্যাটসম্যান হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি বিধায় দরজা খুলেছে জাতীয় দলের। বাশার বলেছেন, 



promotional_ad

'ওর ক্যারিয়ারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সে আমাদের এইচপি স্কোয়াডে ছিল, পাঁচ ছয় বছর আগে। তখন কিন্তু খুবই প্রমিসিং স্টার ছিল। তারপর অফ ফর্মে চলে গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে রানে ছিল। কিন্তু শেষ তিন বছর ধরে সে অনেক বদলে গেছে। ওর খেলায় অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক পরিণত।'


বর্তমানে ৩০ বছর পার করলেও ফিটনেসের দিক থেকে যথেষ্ট এগিয়ে আছেন রাব্বি। আর এই কারণেও নির্বাচকদের নজরে এসেছেন তিনি। পাশাপাশি বোলিংয়েও কিছুটা অভাব মেটাতে সক্ষম হবেন এই ক্রিকেটার বলে বিশ্বাস করেন বাশার। লিস্ট 'এ' ক্রিকেটে ৮০ ম্যাচে ২৭ উইকেট শিকার করা রাব্বি প্রসঙ্গে তাঁর ভাষ্য,  


'এ দলের সফর গুলোতে তাঁকে দেখেছি, খুব ভাল ব্যাটিং করছে। বয়সটা একটু বেশি হয়ে গেছে, আমরা এমন খুব কম দেখি। কিন্তু ওর ফিটনেস খুব ভাল। সে একজন ফিট ক্রিকেটার, আর আমাদের একজন ব্যাটসম্যান দরকার ছিল, ঠিক সাকিব আল হাসানের মত না হলেও সে বোলিং করতে পারে। আমরা দেখেছি, ওর বোলিংটাও বেশ কার্যকরী। সেই কারণে বিবেচনায় এসেছে।'



শুধু তাই নয়, রাব্বির বয়সকেও খুব একটা নেতিবাচক দিক থেকে দেখছেন না নির্বাচক বাশার। তাঁর মতে সামনে এখনও অনেক বছর পড়ে রয়েছে তাঁর। দল এবং সকলের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন রাব্বি বলেও বিশ্বাস করছেন তিনি,


'আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে ৩০ বছর খুব একটা বেশি না। শুরু করার জন্য হয়তো বেশি। কিন্তু এখন ওর সামনে অনেক বছর পড়ে আছে। হি ইজ অ্যা ফিট গাই। আশা করি সে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে', বলেন বাশার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball