promotional_ad

'অভিজ্ঞ' হৃদয়ের ভবিষ্যৎ ভাবনা

তৌহিদ হৃদয়, সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে তেমন ভাল করতে পারেননি বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ৪টি ম্যাচ খেলে মাত্র ৫৮ রান সংগ্রহ করেছিলেন তিনি।


অথচ এই তৌহিদই ছিলেন দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার। কেননা চলতি বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সুতরাং এশিয়া কাপে এহেন পারফর্মেন্সে স্বভাবতই সন্তুষ্ট নন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার। 


এই কারণে শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার মাধ্যমে আক্ষেপ ঘুচাতে চান তিনি। আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে হৃদয় জানিয়েছেন তাঁর ব্যক্তিগত লক্ষ্যের কথা। তিনি বলেছেন,  



promotional_ad

'সবারই লক্ষ্য থাকে। আমারও আছে। আমি এশিয়া কাপে খুব একটা পারফর্মেন্স করতে পারিনি। তো আমার ফোকাস এখন নিজের সেরাটা দেওয়ারও পারফর্ম করার। একজন সিনিয় প্লেয়ার হিসেবে টিম আমার কাছ থেকে অনেক কিছুই আশা করে। আমি আমার সেরাটা দিতে চেষ্টা করবো।'


এই দলটিকে নিয়ে এশিয়া কাপই ছিলো আপনার প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেখান থেকে কি শিখলেন এবং সামনে এর বাস্তবায়নটা কেমন হবে?


এশিয়া কাপে এবারের দলটির সাথে এবারই প্রথম খেলার অভিজ্ঞতা হয়েছে হৃদয়ের। তাঁর মতে এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটের হালহকীকত বুঝতে পেরেছেন। পাশাপাশি আত্মবিশ্বাসও জন্মেছে তাঁদের মাঝে বলে মনে করছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান বলেছেন,


'আমাদের প্রতিটি খেলোয়াড় এবার প্রথম এশিয়া কাপ খেলেছে। তো ওরা একটু হলেও এখন অভিজ্ঞ হয়েছে। তো এখন আমাদের বিশ্বাস জন্মেছে যে আগামিতে আমরা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই ভাল করবো। একটু আত্মবিশ্বাসী আছে। তাছাড়া ওরা বেশ কয়েকটা বড় ম্যাচও খেলেছে। আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আশা করছি ভাল কিছু হবে।'



এশিয়া কাপে ভারতের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে পরাজিত হয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছিল যুব টাইগারদের। মাত্র ২ রানের সেই পরাজয়ের পর দলের অনেক সদস্যই হতাশায়ে নুইয়ে পড়েছিলেন। তবে সেই স্মৃতি ভুলে সামনে এগিয়ে যাওয়ার পক্ষপাতী ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শাইনপুকুরের হয়ে খেলা হৃদয়। তাঁর ভাষায়,  


'যেটা চলে গিয়েছে সেটা বলে লাভ হবে না। তারপরেও ফোকাস থাকতে হবে, যে ভুলগুলো করেছি সেগুলো যেন না করি। আর আমাদের এখণ একটাই চিন্তা যে ম্যাচগুলো আছে সেগুলোতে ম্যাচ বাই ম্যাচ প্রমান করতে হবে। আমাদের সবার মধ্যে যে পোটেনশিয়াল আছে তার শতভাগ দিলে আমরা যে কোন দলকে হারাতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball