স্মিথ ও ওয়ার্নারকে ফেরাতে অনুনয় করবে অস্ট্রেলিয়া- ওয়ার্ন

ছবি: স্মিথ ও ওয়ার্নার

|| ডেস্ক রিপোর্ট ||
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার আর বাকি পাঁচ মাস। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে যোগ দিতে পারবেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
আর সেসময় তাঁরা সবদিক থেকে প্রস্তুত থাকলে আবারও তাঁদের দলে ভেড়াতে চাইবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সাবেক কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন অন্তত এমনটাই মনে করছেন।

তাঁর মতে বর্তমান অস্ট্রেলিয়া দলে স্মিথ এবং ওয়ার্নারের প্রয়োজন অনেক বেশি। কেননা বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম এই দুইজনের অনুপস্থিতি বর্তমানে হাড়েহাড়ে টের পাচ্ছে অজিরা। ওয়ার্ন বলেছেন,
'স্মিথ এবং ওয়ার্নার এই সময়ের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। আর অস্ট্রেলিয়া তাঁদেরকে ফিরিয়ে আনতে অনুনয় করবে। তারা বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে দুইজন। অস্ট্রেলিয়া দলে তাঁদেরকে অনেক বেশি প্রয়োজন।'
উল্লেখ্য চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতির ঘটনায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। দলে দুই অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় এর ফল গত ইংল্যান্ড সিরিজেই পেয়েছে অজিরা।
ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয়েছিল টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এরপর জিম্বাবুয়ে এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও খোয়াতে হয় তাদের। বর্তমানে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও নিজেদের হারিয়ে খুঁজছে অজিরা।