promotional_ad

যুবরাজের বিশ্বকাপ ভাবনা

যুবরাজ সিং
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৭ সালে সর্বশেষ উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে খেলা এই ক্রিকেটার জানিয়েছেন দেশের হয়ে আবারও খেলতে মুখিয়ে আছেন তিনি। 


এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী যুবরাজ বলেন, 'অবশ্যই, আমি ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেট খেলতে চাই। সেটি যে ফরম্যাটেই হোক না কেন। অবশ্যই সুযোগ পাওয়ার ব্যাপারটি আমার হাতে নেই। যেটি আমার হাতে আছে সেটি হল কঠোর পরিশ্রম করা এবং নিজের কাজটি করে যাওয়া ভালভাবে। সেটি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা ফিটনেসই হোক না কেন। গত বছর যখন আমি দল থেকে বাদ পড়েছিলাম তখন থেকেই আমি নিজের খেলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার প্রতি চিন্তা করছি।।  



promotional_ad

২০১১ সালের বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত মাত্র ৩০টি ওয়ানডেতে মাত্র ১টি শতক হাঁকিয়েছেন যুবরাজ। সেই শতকটি ছিল গত বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ১৫০ রানের দারুন একটি ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। 


বর্তমানে চলমান বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্টটি থেকে এরই মধ্যে তাঁর দল ছিটকে পড়লেও ব্যাট হাতে ৭ ম্যাচে ৩৭.৭১ গড়ে ২৬৪ রান সংগ্রহ করেছেন তিনি। 


'আমার সিদ্ধান্ত হল আমি চাই খেলাটি নিজের মত করে খেলতে। গত বছর ঘরোয়া ক্রিকেটে আমি খুব একটা ভাল করিনি, আইপিএলও ভাল যায়নি আমার। আমি বিশ্রাম নিয়েছি এবং ভেবেছি যে আমি এখনও এক অথবা দুই বছর খেলার উপযুক্ত। আমি খুশি মনেই এই খেলাটি খেলতে চাই কারণ এটি আমাকে সবকিছু দিয়েছে।' 



ইংল্যান্ডে নিজের ফিটনেস নিয়ে কঠোরভাবে কাজ করেছেন যুবরাজ বলেও জানিয়েছেন। সেখানে টানা পাঁচ সপ্তাহ ধরে অনুশীলন চালিয়েছেন তিনি। এই প্রসঙ্গে ভারতীয় এই অলরাউন্ডার বলেন, 


'আমি এই গ্রীষ্মে ইংল্যান্ডে গিয়েছিলাম এবং সেখানে পাঁচ সপ্তাহ অনুশীলন করেছি। আমি আমার ফিটনেস নিয়ে কঠোরভাবে কাজ করেছি। আমি জেমস নামের একজন ট্রেইনারের সাথে কাজ করেছি পাঁচ সপ্তাহ যিনি একজন সাবেক মেরিন। আর যখন আমি বাড়ি ফিরে এসেছি, তখন আমি নিজে তিন সপ্তাহ অনুশীলন করেছি। এই সেশনের আগে আমি ৮ সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করেছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball