বাদ পড়ছেন ধোনি?

ছবি: মহেন্দ্রা সিং ধোনি

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছু দিন থেকেই ব্যাট হাতে নিজের সেরা ফর্মে নেই ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্রা সিং ধোনি। গত এশিয়া কাপেও মাত্র দুটি ত্রিশ ঊর্ধ্ব ইনিংস ছিল তাঁর। এবার তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ থেকে ধোনিকে বাদ দেয়ার পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আর ধোনির পরিবর্তে নির্বাচকদের পছন্দের তালিকায় আছেন ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান রিশাভ পান্টকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন এমনটাই।সেই কর্মকর্তা বলেছেন,

'আমরা সবাই জানি যে, ধোনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলবে। কিন্তু এর মধ্যে পন্টকে গ্রুমিং করাটা দোষের কিছু নয়। কারণ ৬ ও ৭ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে পান্টের মধ্যে।'
আগামী বছরের বিশ্বকাপের পর পরই অবসর নিবেন ধোনি। আর সেই কারণে এখন থেকেই ব্যাক আপ খুঁজছেন নির্বাচকেরা। সেই উদ্দেশ্যেই পান্টকে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা। তাঁর ভাষ্যমতে,
'সম্প্রতি ইংল্যান্ড সফর এবং এশিয়া কাপে উইকেটের পিছনে ধোনির গ্লাভস হাতে সফল হলেও ব্যাট হাতে প্রত্যাশাপূরণে ব্যর্থ। তাই পান্টকে ধোনির ব্যাক-আপ হিসেবে এখন থেকেই ভাবা হতে পারে। তবে এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরদের একমত হতে হবে।'
উল্লেখ্য এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেক হয়নি রিশাভ পান্টের। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছে তাঁর চলতি বছরের অগাস্টেই। এখন পর্যন্ত ৪টি টেস্টে ২৫৪ রান সংগ্রহ করেছেন তিনি। রয়েছে ১টি শতক এবং ১টি অর্ধশতক।
প্রথম শ্রেণীর ক্রিকেটেও দারুন সফল পান্ট। মোট ২৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৫টি শতক এবং ৯টি অর্ধশতক সহ মোট ১৯৯৮ রান সংগ্রহ করেছেন তিনি। আর লিস্ট 'এ' ক্রিকেটে ৩৪ ম্যাচে ৮৩৮ রান সংগ্রহ তাঁর। যেখানে রয়েছে ৫টি অর্ধশতক এবং ১টি শতক।