টি টুয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দল ঘোষণা

ছবি: পাকিস্তান নারী ক্রিকেট দল

|| ডেস্ক রিপোর্ট ||
নিয়মিত অধিনায়ককে ছাড়াই আগামী মাস থেকে শুরু হতে যাওয়া নারীদের টি টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দলটির নিয়মিত অধিনায়ক বিসমাহ মারুফ পুরোপুরি ফিট না থাকায় তাঁকে রাখা হয়নি স্কোয়াডে। এক্ষেত্রে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত টি টুয়েন্টি সিরিজের স্কোয়াডই থাকছে বিশ্বকাপে।

এদিকে মারুফের পরিবর্তে চলতি মাসে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছেন জাভেরিয়া খান। তবে জানা গেছে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মারুফের।
জাভেরিয়ার নেতৃত্বেও অবশ্য দারুণ সফলতা পেয়েছে পাকিস্তান দল। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজের তিন ম্যাচেই জিতেছে পাক নারীরা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসের ১৮ তারিখ থেকে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তাঁরা। আর সিরিজ দুটি অনুষ্ঠিত হবে মালয়শিয়ায়।
টি টুয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান নারী স্কোয়াড-
জাভেরিয়া খান, নাহিদা খান, আয়েশা জাফর, মুনিবা আলি, সিদরা আমিন, উমাইমা সোহেইল, নিদা দার, সানা মীর, সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), নাসরা সান্ধু, আনুম আমিন, নাটালিয়া পারভাইজ, আলিয়া রিয়াজ, দিয়ানা বাইগ, আইমান আনওয়ার