দুই উইকেট নেই পাকিস্তানের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
পাকিস্তান ৫৩/২
জাভেরিয়া খান ৯, সিদরা আমরিন ২
টি-টুয়েন্টি সিরিজে ব্যর্থ হওয়ার পর এবার এক মাত্র ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। কক্সবাজারারে সকাল সাড়ে নয়টা বাজে শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

পাওয়ার পে'তে উইকেট নিতে ব্যর্থঃ
টসে হেরে বোলিংয়ে নামা টাইগ্রেস বোলাররা শুরু থেকে পাকিস্তানকে চাপে রাখতে পারে নি। প্রথম পাওয়ার প্লে'তে অনায়েসে রান তুলেছে পাকিস্তান। দ্বিতীয় পাওয়ার প্লে'তে এসে ইনিংসের ১২তম ওভারে প্রথম ব্রেক থ্রু পায় টাইগ্রেসরা।
ওপেনার মুনিবা আলিকে ব্যক্তিগত ১৮ রানে বিদায় করেন লতা মন্ডল। এর খানিক পর দলীয় ৫০ রানে আরেক ওপেনার আয়েশা জাফরকে বিদায় করেন খাদিজা তুল কুবরা। এরপর জাভেরিয়া খান আর সিদরা আমরিনের ব্যাটে দেখে শুনে খেলছে পাকিস্তান। বর্তমানে তাদের স্কোর ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রান।
বাংলাদেশ স্কোয়াডঃ
রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রীতু মনি, সাঞ্জিদা ইসলাম , শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, মুর্শিদা খাতুন।
পাকিস্তান স্কোয়াডঃ
জাভেরিয়া ওয়াদুদ (অধিনায়ক), বিবি নাহিদা, আয়শা জাফর, মুনিব আলী সিদ্দিকী, সিদরা আমিন, ওমাইমা সোহেল, নিদা রশিদ, সিদরা নওয়াজ, সানা মীর, নাশরা সুন্দু, আনুম আমিন, নাটালিয়া পারভেজ, আলিয়া রিজা, ডায়ানা বেগ, আইমান আনোয়ার।