প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন 'নিষিদ্ধ' ব্যানক্রফট

ছবি: ক্যামেরন ব্যানক্রফট

|| ডেস্ক রিপোর্ট ||
বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞায় পড়া অজি ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন। নিজের ঘরের দল উইলেটনের হয়ে মিডল্যান্ড গিল্ডফোর্ডের বিপক্ষে শুক্রবার মাঠে নামেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। আর এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন ব্যানক্রফট।
এদিন প্রথমে ফিল্ডিং করা তার দল মাত্র ৮৫ রানে অলআউট করে দেয় মিডল্যান্ডকে। ম্যাচটিতে উইকেটের পিছনে ব্যানক্রফট না দাড়ালেও তৃতীয় স্লিপে দাড়িয়ে দুটি ক্যাচ তালুবন্দি করেন তিনি। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। মাত্র একটি চার মেরেই সাজঘরে ফিরে যেতে হয়েছে তাঁকে।

ব্যানক্রফটের ফেরার এই ম্যাচে ম্যাচটি নিয়ে দর্শকদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। প্রায় ১৯ হাজার দর্শক উপস্থিত ছিল মাঠে। ব্যাটিংয়ে নামার আগে সাংবাদিকের কাছে দর্শকদের আগ্রহ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন ব্যানক্রফট। বলেন, ' এই শ্রেণীর ক্রিকেটে এর আগে এত উন্মাদনা দেখিনি আমি।'
অবশ্য মাঠে ফেরার সুযোগ পেতে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে দীর্ঘ পথই পাড়ি দিতে হয়েছে। নিষেধাজ্ঞার পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে খেলার অনুমতি পাবার জন্য ওয়েস্ট-অস্ট্রেলিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে ছাড়পত্র নিতে হয়েছে তাঁকে।
উল্লেখ্য গত মার্চে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টিতে বল বিকৃতির অভিযোগ ওঠে ব্যানক্রফটের বিরুদ্ধে। পরবর্তীতে জানা যায় তাঁর এমন কুকীর্তির পেছনে উৎসাহ দিয়েছিলেন দলের দুই সিনিয়র ক্রিকেটার তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ফলে স্মিথ ও ওয়ার্নারকে এক বছর ও ব্যানক্রফটকে নয় মাসের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ব্যানক্রফটের আগে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন স্মিথ এবং ওয়ার্নার।