শাদাব খানকে ছাড়াই নামছে পাকিস্তান

ছবি: শাদাব খান

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লেগস্পিন অলরাউন্ডার শাদাব খানকে দলে পাচ্ছে না পাকিস্তান। ইনজুরির কারণে দুবাই টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি।
তাঁর জায়গায় পাকিস্তান দলে জায়গা পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার বিলাল আসিফ। উল্লেখ্য, এশিয়া কাপ চলাকালেই কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন শ???দাব।

যার ফলে তাঁকে ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তান দলের। তবে আবুধাবিতে, সিরিজের দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন ২০ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার।
এদিকে পাকিস্তানের হয়ে দুবাইতে ডাক পাচ্ছেন আরেক পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। প্রায় দুই বছর পরে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে খেলতে নামতে পারেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই টেস্ট শুরু হবে আগামী রবিবার (৭ই অক্টোবর)। এরপরে আবুধাবি টেস্ট শুরু হবে আগামী ১৬ই অক্টোবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দুবাইতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুটি দল।