promotional_ad

ভারতের বিপক্ষে বোলাররা তাদের জাত চিনিয়েছেঃ রোডস

স্টিভ রোডস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ দল। এই টনটান উত্তেজনা পূর্ণ ম্যাচে টাইগার বোলাররা তাদের জাত চিনিয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস।


‘গতকাল বোলাররা তাদের জাত চিনিয়েছে, বিশেষ করে পেসাররা। মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন অসাধারণ বল করেছে। ২২২ রান করেও ম্যাচটা নিয়ন্ত্রণে নেওয়া কঠিন ছিল আমাদের পক্ষে। তবু আমরা প্রাণপণ লড়াই করেছি জিততে। ভারতকে আমরা চাপে ফেলতে পেরেছি। পুরো টুর্নামেন্টে আমাদের বোলাররা খুব ভালো করেছে। দল নিয়ে আমি গর্বিত।’


পুরো টুর্নামেন্টেই বাংলাদেশ দলের বোলাররা দারুণ পারফর্মেন্স করেছেন। তাদের ফারফর্মেন্সে গর্বিত টাইগার কোচ। ব্যাটসম্যানদেরও প্রশংসায় ভাসিয়েছেন রোডস। মনে করিয়ে দিয়েছেন মিথুন-মুশফিকের জুটি আর লিটন-মিরাজের ওপেনিং পার্টনারশিপের কথা।


promotional_ad

‘ম্যাচগুলোর দিকে ফিরে তাকান। আমরা বিপদে পড়েছিলাম, সেখান থেকে দলকে টেনে তুলেছে মুশফিক-মিঠুন জুটি। আর গতকাল লিটন আর মির??জের শুরুটা ছিল দারুণ।’


তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনাল হেরেছে বাংলাদেশ দল। তবে এটাকে মানসিক বাঁধা ভাবতে নারাজ টাইগার কোচ। বড় দলের বিপক্ষে এই পারফর্মেন্সেও অনেক প্রাপ্তি দেখছেন তিনি।


‘কখনও এমনটা ভাবা উচিত নয়। আমি নিশ্চিত, পুরো দেশবাসী এই পারফরম্যান্সকে উন্নতি হিসেবে দেখবে। আমরা হাড্ডাহাড্ডি লড়াই করেছি। বড় দলের বিপক্ষে এটা সহজ নয়। আমাদের চেয়ে তো তারা র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে।’


এশিয়া কাপের প্রথম ম্যাচেই আঙ্গুলের চোটে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তামিম। আর পাকিস্তানের বিপক্ষে শেষ চারের ম্যাচের আগে আঙ্গুলের পুরনো ইনজুরি ছিটকে দেয় সাকিব আল হাসানকেও। তাদের ছাড়াই বাংলাদেশ দুর্দান্ত লড়াই করেছে বলে মনে করেন রোডস।


‘সাকিব-তামিমকে ছাড়া সত্যিই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। মুশফিক পুরো টুর্নামেন্টে ভালো করেছে, চাপের মধ্যেও রান করেছে। ছেলেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ক্রিকেটে প্রতিদিন সবকিছু ঠিকঠাক যায় না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball