সরফরাজকে অধিনায়কত্ব ছাড়তে বললেন শোয়েব

ছবি: সরফরাজ আহমেদ

|| ডেস্ক রিপোর্ট ||
সরফরাজ আহমেদকে পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চান না দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। সরফরাজের জায়গায় বাবর আজমকেই টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।
পাকিস্তানী মিডিয়ার কাছে তিনি জানান, '২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত সরফরাজের উচিত পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া। পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বের দায়ভার বাবর আজমের ঘাড়ে তুলে দেওয়া যেতে পারে।

'সরফরাজের জন্য কাজটা সবসময় চ্যালেঞ্জ, একসাথে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া এবং ভাল পারফর্মেন্স উপহার দেওয়া। ব্যাট হাতে ভাল পারফর্মেন্স করার জন্য তাঁর কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।'
উল্লেখ্য, ব্যাট হাতে সাম্প্রতিক সময় খুবই বাজে কাটছে পাক অধিনায়ক সরফরাজ আহমেদের। গত বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই ক্রিকেটার সদ্য সমাপ্ত এশিয়া কাপেও ভাল খেলতে পারেননি।
চার ইনিংসে করেছেন সব মিলিয়ে ৬৮ রান। এছাড়া পাকিস্তানও বিদায় নিয়েছে বাংলাদেশের কাছে হেরে। তাই এই মুহূর্তে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার দ্বারপ্রান্তে সরফরাজ।
এদিকে ৭ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচ নিয়েও কথা বলেছেন শোয়েব। 'আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে (এশিয়া কাপের)। সামনে এগিয়ে যেতে হবে। সামনের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।'