চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামে যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের যুবারা। প্রতিবেদনটি লিখার আগ পর্যন্ত টাইগার যুবাদের স্কোর ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই ওপেনার সাজিদ হোসেন এবং তিন নম্বরে নামা প্রান্তিক নাবিলের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ওপেনার তানজিদ হাসান এবং অধিনায়ক তৌহিদ হৃদয় মিলে দলের হাল ধরেন। দু'জন মিলে দেখে শুনে খেলে ৪৫ রানের জুটি গড়েন দলের পক্ষে।
কিন্তু ব্যক্তিগত ২৪ রানে তানজিদ ফিরলে শ্রীলংকার বোলারদের চাপে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ দল। দলীয় ৯৩ থেকে ১১৪ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে বসেন তাঁরা।
অধিনায়ক হৃদয় ৩৫ রান করে ফেরেন সাজঘরে এবং শামিম হোসেনের ব্যাট থেকে আসে ২০ রান। বর্তমানে নীচের সারির ব্যাটসম্যানদের নিয়ে হাল ধরার চেষ্টা করছে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, প্রান্তিক নাবিল, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, আকবর আলি, শাহাদাত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম