বাংলাদেশ বাঘের মত খেলেছেঃ সায়মন ডুল

ছবি: বাংলাদেশ দল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে আবারও সেই ভারতের কাছে শেষ মুহূর্তে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে এই পরাজয়ের পরও তারা সমীহ আদায় করে নিয়েছে জনপ্রিয় ধারাভাষ্যকার এবং সাবেক কিউই ক্রিকেটার সায়মন ডুলের।
ভারতকে মাত্র ২২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও যেভাবে টাইগাররা খেলেছে তাতে করে এই কিউইর টুপি খোলা অভিনন্দন পাচ্ছে টাইগাররা। ম্যাচ শেষে এক আলোচনায় অবিশ্বাস্য একটি ক্রিকেট ম্যাচ উপহার দিয়েছে মাশরাফিরা উল্লেখ করে ডুল বলেছেন,

'বাংলাদেশ এক কথায় দুর্দান্ত ছিল। তাদের টুপি খোলা অভিনন্দন। তাঁরা লড়াই এরপর লড়াই করেই গেছে। চেষ্টা করে গেছে ম্যাচটা জেতার, শেষ মুহূর্ত পর্যন্ত। এর মধ্য দিয়ে তাঁরা অবিশ্বাস্য ক্রিকেট ম্যাচ উপহার দিয়েছে। পুরো ম্যাচ জুড়েই টানটান উত্তেজনা ছিল।'
এবারের এশিয়া কাপের বেশিরভাগ দল সম্পর্কে ধারণা কম ছিল ডুলের। বিশেষ করে আফগানিস্তানের শক্তিমত্তা নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন তিনি। তবে তারা গোটা টুর্নামেন্টেই অসাধারণ পারফর্মেন্স দিয়ে অবাক করেছে ক্রিকেট বিশ্বকে। আর বাংলাদেশ তো আলাদাই গুরুত্ব পাচ্ছে ডুলের কাছে। তাঁর মতে ফাইনালে পুরো বাঘের মতোই খেলেছে মাশরাফি বাহিনী,
'এবারের এশিয়া কাপে বাকি দল গুলোর শক্তি নিয়ে আমার ধারনা ছিল না। কিন্তু আফগানিস্তান যেভাবে খেলেছে, সেটা আমাকে অবাক করেছে। আর ফাইনালে বাংলাদেশের লড়াই ছিল অসাধারণ, তাঁরা বাঘের মত খেলেছে,' বলেছেন এই সাবেক কিউই ক্রিকেটার।
তবে ফাইনালের শেষ ওভারটি স্পিনার মেহেদি হাসান মিরাজকে দেয়ায় বেশ অবাক হয়েছিলেন ডুল। তাঁর মতে মাহমুদুল্লাহর পরিবর্তে দলের নাম্বার ওয়ান স্পিনার মিরাজকে বোলিং দেয়াটা উচিৎ ছিল মাশরাফির। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য,
'আমি খুবই অবাক হয়েছি, মেহেদি শেষ ওভারে বল করেনি। সে দলের নাম্বার ওয়ান স্পিনার। হ্যাঁ, আজ কিছুটা খরুচে বোলিং করেছে। সে নতুন বলে বল করেছে। কিন্তু শেষে ওভারে মাহমুদুল্লাহকে বোলিং দেয়ার বিষয়টি বুঝতে পারছি না।'