promotional_ad

উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলংকা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

বুধবার ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে বড়দের এশিয়া কাপের। আর পরের দিন ২৯ তারিখ বাংলাদেশ এবং শ্রীলংকার যুবাদের ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুবদের এশিয়া কাপের।


শনিবার সকাল ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে ম্যাচটিতে অংশ নিতে দুদলই চট্টগ্রাম চলে গিয়েছে দু'দল। 


দু'দলের জন্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ জয় দিয়েই এশিয়া কাপের লড়াই শুরু করতে চাইবেন যুব দলের অধিনায়ক তৌহিদ হৃদয়।



promotional_ad

একই দিন চারটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। এম এ আজিজ স্টেডিয়ামে একই সময় মাঠে নামবে পাকিস্তান এবং হংকংয়ের যুবারা। 


আর বিকেএসপির ৩ নাম্বার মাঠে ‘এ’ গ্রুপের খেলায় নেপালের মুখোমুখি হবে ভারত। ৪ নাম্বার মাঠে আফগানদের মোকাবেলা করবে সংযুক্ত আরব আমিরাত।


ঢাকায় অবস্থানরত চার দলের অধিনায়কই শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি হাতে আনুষ্ঠানিক ফটো সেশনে উপস্থিত হয়েছিলেন।
 
বাংলাদেশের স্কোয়াডঃ তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মিনহাজুর রহমান মোহনা, মোহাম্মদ রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ মৃতুঞ্জয় চৌধুরী নিপুণ ও অভিষেক দাশ।



স্ট্যান্ডবাই: মাহমুদুল হাসান জয়, প্রীতম কুমার, তানজীম হাসান সাকিব ও আহসানুউল্লাহ হিল গালিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball