promotional_ad

ব্যাটিংয়ে মাশরাফি

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশঃ 


স্কোর ২২১/৭, ৪৬ ওভার (২২*, মাশরাফি ০ *) 


আউটঃ সৌম্য সরকার ০, মমিনুল হক ৫, লিটন দাস ৬, মিথুন আলি ৬০, ইমরুল কায়েস ৯, মুশফিকুর রহিম ৯৯, মেহেদি হাসান মিরাজ ১২। 


এশিয়া কাপে তৃতীয় বারের মত ফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্যে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।


টস ভাগ্য মাশরাফির পক্ষে গেলেও এই ম্যাচে ইনজুরির কারণে খেলা হচ্ছেনা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মমিনুল হক। 


পাশাপাশি ওপেনার নাজমুল হাসান শান্তর পরিবর্তে জায়গা পেয়েছেন সৌম্য সরকার এবং স্পিনার নাজমুল ইসলাম অপুর পরিবর্তে দলে এসেছেন পেসার রুবেল হোসেন।



promotional_ad

আর টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লে'র প্রথম পাঁচ ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। এই ম্যাচেও ব্যর্থতার পরিচয় দেন টপ অর্ডার ব্যাটসম্যানরা।


তিন উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে আবারও বিপদ থেকে উদ্ধারের কাজটা কাঁধে তুলে নেন দুই উইকেট রক্ষক মিথুন আলি এবং মুশফিকুর রহিম। দুজন মিলে হাল ধরে দেখে শুনে খেলে দলকে পঞ্চাশ রানের পুঁজি এনে দেন।


দলীয় পঞ্চাশ পুরণ হওয়ার পর এই দুইজনের ব্যাটে ভর করেই স্কোরবোর্ডে ১০০ রানের পুঁজি দাড় করিয়েছে বাংলাদেশ দল। ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। 


আর অর্ধশতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মিথুন। পঞ্চম উইকেট জুটিতে এখন পর্যন্ত দুজন যোগ করেছেন ১০৩ রান। প্রচন্ড গরমের কারণে ইতিমধ্যে ক্র্যাম্পের সমস্যায় ভুগতে হচ্ছে মুশফিককে।


ডানহাতি এই উইকেট রক্ষক ফিফটি তুলে নেয়ার খানিক পরই ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন মিথুন। দুইজন ফিফটিতে ভর করে দলীয় দেড়শ পার করে বাংলাদেশ। কিন্তু ১৪৪ রানের জুটি গড়ার পর হাসান আলিকে মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ আউট হন মিথুন।


ব্যক্তিগত ৬০ রানে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান। মিথুন ফিরে যাওয়ার পর ইমরুল কায়েসকেও মাত্র ৯ রানে বিদায় করে পাকিস্তান। ইমরুলকে লেগ বিফরের ফাঁদে ফেলেন লেগ স্পিনার শাদাব খান। 


এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে চলতি এশিয়া কাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে এগুতে থাকেন মুশফিক। পাকিস্তানী বোলারদের দেখে শুনে খেলে এশিয়া কাপে নিজের তৃতীয় এবং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির পথে হাটছিলেন মুশফিক।



কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে পেসার শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল বের করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১১৬ বলে ৯৯ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান।


মুশফিকের পর ১২ রান করে জুনায়েদ খানের তৃতীয় শিকার হয়ে ফেরেন মিরাজ। বর্তমানে ক্রিজে নেমেছেন মাশরাফি। 


বাংলাদেশ একাদশ- 


লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 


পাকিস্তান একাদশ- 


ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ (উইকেট রক্ষক, অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, জুনায়েদ খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball