promotional_ad

আফগানিস্তানের সঙ্গে জিততে পারল না ভারত

ছবিঃ- এএফপি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে ভারত এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি টাই হয়েছে। মোহাম্মদ শেহজাদের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ করেও শেষ পর্যন্ত অসমাপ্ত ফলাফল নিয়ে মাঠ ছাড়ল আফগানরা।


নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি আছেন বিশ্রামে, আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় তাই ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মাকেও এই ম্যাচে বিশ্রাম দেয় ভারত।


ফলে অধিনায়কত্বের আর্মব্র্যান্ড পরে মাঠে নামেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। 


২৫৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দারুণ খেলছিল দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং আম্বাতি রায়ুডু। দলীয় ১২৭ রানের মধ্যেই ফিফটি পূর্ণ করে ফিরে গিয়েছেন এই দুজন।


রাহুল করেন ৬৬ বলে পাঁচটি চার ও একটি ছক্কাযোগে ৬০ রান। রায়ুডুর ব্যাট থেকে আসে ৪৯ বলে চারটি চার ও সমান ছক্কায় ৫৭ রান। এরপরে হটাত করেই ছন্দপতন ভারতের।


দলীয় ১৪৪ রানের মধ্যেই ফিরে যান অধিনায়ক ধোনি (৮) এবং মানিশ পাণ্ডে (৮)। মুজিব উর রহমানের রানআউটের শিকার হয়ে ফেরেন কেদার যাদবও (১৯)। দেখেশুনে খেলতে খেলতে ব্যক্তিগত ৪৪ রানে ফিরে যান দিনেশ কার্তিকও। 



promotional_ad

ফলে ভারতকে ম্যাচ জেতানোর দায়িত্ব চলে আসে রবীন্দ্র জাদেজা এবং দিপক চাহারের ওপর। ১২ রানে ফিরেছেন চাহার। এর মধ্যে লোয়ার অর্ডারের দুজন ব্যাটসম্যান রান আউটের শিকার হলেও উইকেটে ছিলেন জাদেজা।


শেষ ওভারে জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ৭ রান, হাতে একটি উইকেট। তবে দলীয় ঠিক ২৫২ রানেই রশিদ খানের বলে জাদেজার উইকেটটি হারায় ভারত।


তাঁর ব্যাট থেকে আসে ২৫ রান । আফগানদের হয়ে দুটি করে উইকেট লাভ করেন রশিদ খান, আফতাব আলম এবং মোহাম্মদ নবী।


টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদ সীমানায় থাকে আফগানিস্তান। দুই ভারতীয় স্পিনার কুলদিপ যাদব এবং রবীন্দ্র জাদেজার স্পিন তোপেই ব্যাটিং করছিল তারা।


দলীয় রান যখন ৬৫, তখন ফিরে গিয়েছেন আফগান ওপেনার জাভেদ আহমেদ। দলের ৬৫ রানে তাঁর অবদান ৩০ বলে মাত্র ৫ রান! কেননা অপরপ্রান্ত থেকে রান তুলছিলেন শেহজাদ।


জাদেজা-যাদবের সামনে সুবিধা করে উঠতে পারেননি রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগানও! এই তিনজন ফিরে গিয়েছেন যথাক্রমে ৩, ০ এবং ০ রানে।


৮২ রানে আফগানদের যখন চার উইকেট নেই, তখনও স্বভাবসুলভ ভঙ্গিতেই ছিলেন শেহজাদ। মাঝে গুলবাদিন নাইবও ফিরে গিয়েছেন ৪৬ বলে ১৫ রান করে। 



এরপরে দলীয় ১৮০ রানে ষষ্ঠ উইকেট হিসেবে শেহজাদ যখন ফিরে যান, তখন তাঁর নামের পাশে ১১৬ বলে ১২৪ রান। যেখানে চার ছিল ১১ টি, বিশাল ছক্কাও ছিল সাতটি। 


লেজের দিকে ঝড় তুলেন মোহাম্মদ নবীও। তাঁর ৫৬ বলে ৬৪ রানের ইনিংসটির (তিনটি চার ও চারটি ছক্কায়) কল্যাণেই ৫০ ওভারে আট উইকেটে ২৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আফগানরা। 


ভারতীয় বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দুইটি উইকেট নিয়েছেন কুলদিপ যাদব।
 
সংক্ষিপ্ত স্কোরঃ-


আফগানিস্তানঃ- ২৫২/৮ (৫০ ওভার)
(শেহজাদ ১২৪, নবী ৬৪; জাদেজা ৩/৪৬, যাদব ২/৩৮)
ভারতঃ- ২৫২/১০ (৪৯.৫ ওভার)
(রাহুল ৬০, রায়ুডু ৫৭, কার্তিক ৪৪; নবী ২/৪০, রশিদ ২/ ৪১) 


ফলাফলঃ- ম্যাচ টাই



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball