promotional_ad

মাশরাফির দ্বিতীয় শিকার শহীদি

promotional_ad

বাংলাদেশঃ ২৪৯/৭, ৫০ ওভার (ইমরুল ৭২* ও মিরাজ ৫*)


(শান্ত ৬, মিথুন ১, লিটন ৪১, সাকিব ০, মুশফিক ৩৩, মাহমুদুল্লাহ ৭৪ ও মাশরাফি ১০)


আফগানিস্তান ১৯২/৫, ৪৩.৩ ওভার


|| ডেস্ক রিপোর্ট ||


টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও মিডেল অর্ডারে মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান।


জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দুই আফগান ওপেনার আহমেদ শাহজাদ ও ইহসানউল্লাহ। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই ৮ রান করা ইহসানউল্লাহকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর সাকিবের ডিরেক্ট হিটে রান আউট হয়েছেন  রান করা রহমত শাহ।


promotional_ad

তৃতীয় উইকেটে হাসমতউল্লাহ শহীদিকে নিয়ে দারুণ এক জুটি গড়েন আহমেদ শাহজাদ। এই দুজনের জুটিতেই দলীয় অর্ধশতক পূরণ হয় আফগানদের। ৫৩ রান করা শাহজাদকে ফিরিয়ে ব্রেক থহ্রু এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ।


এরপর আসগরকে নিয়ে আফগানদের জুটি গড়েন শহীদি। ৩৯ রান করা আসগরকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক মাশরাফি  বিন মর্তুজা। এরপর ৭১ রান করা শহীদিকে বোল্ড করেন টাইগার অধিনায়ক।


এর আগে, ই ম্যাচের শুরুতে টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষেই গিয়েছিল। টসে জিতে অধিনায়কের সিদ্ধান্ত ছিল ব্যাট করার। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।


ইনিংসের শুরুতে দেখে শুনে খেললেও পঞ্চম ওভারে এসে আফতাব আহমেদকে উইকেট ছুঁড়ে দেন শান্ত। ৬ রান আসে বাঁহাতি এই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে।


শান্তর বিদায়ের পর তিন নম্বরে নামা মোহাম্মাদ মিথুনকেও ক্রিজে টিকতে দেন নি আফগান স্পিনার মুজিব উর রহমান।  মাত্র ১ রানে তাকে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান।


আগের তিন ম্যাচের মত এই ম্যাচেও পাওয়ার প্লে'তে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরেছেন।  ২ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করতে নেমেছিলেন মুশফিকুর রহিম।


লিটন এবং মুশফিকের ব্যাটে দলীয় পঞ্চাশ পার করে টাইগাররা। এরপর লিটন  ৪১ রান করে রশিদ খানের শিকার হয়ে সাজঘরে ফেরেন। সাকিব কোনো রান তোলার আগেই রান আউট হয়ে আউট হয়েছেন।


এরপর ইমরুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে আউট হয়েছেন মুশফিকও। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজনের ব্যাটে দলীয় শতক পূরণ হয় বাংলাদেশের।


৫৯ বলে অর্ধশতক হাঁকিয়ে ৭৪ রান করে আফতাব আলমের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদুল্লাহ। মাশরাফি ১০ রান করে আফতাবের দ্বিতীয় শিকার হয়েছেন। এরপর ইমরুল ৭২ ও মেহেদী ৫ রানে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball