promotional_ad

এ এক নতুন ইমরুল

ইমরুল কায়েস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের মাঝপথে ইমরুল কায়েস যোগ দিয়েছেন দলের সঙ্গে। কন্ডিশন এমনকি দলের সাথে নিজেকে মানিয়ে নেয়ার যথেষ্ট সময়ও পাননি। টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ ছিল ব্যাকফুটে। আর সুপার ফোরে বাংলাদেশের টিকে থাকার ম্যাচে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।


তখনই হুট করে একাদশে সুযোগ পাওয়া ইমরুল যখন ক্রিজে নামলেন। ওপেনার হিসেবে পরিচিত ইমরুলের জন্য মিডেল অর্ডার পজিশনে খেলাটা ছিল নতুন অভিজ্ঞতা। ব্যাটিংয়ে নেমে সাথে সাথে হারিয়েছেন মিডেল অর্ডারের ভরসা মুশফিককেও।


তবে মিডেল অর্ডারে নতুন এই অভিজ্ঞতা খুব ভালো ভাবেই নিভিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। হাঁকিয়েছেন অপরাজিত ফিফটি, রিয়াদের সঙ্গে বড় জুটি গড়ে দলকে বড় বিপদ থেকে করেছেন উদ্ধার। 


promotional_ad

আর দেশ ছাড়ার আগে ইমরুল স্পষ্ট ভাবে জানিয়েছিলেন, টিম ম্যানেজম্যান্টের চাওয়া মত খেলতে প্রস্তুত তিনি। চেষ্টা করবেন সেরাটা দেয়ার হয়তো পেরেছেনও। নতুন অভিজ্ঞতা নিয়ে ইমরুল জানিয়েছিলেন,


'আমি চেষ্টা করব, দলের জন্য যেভাবে দরকার ম্যানেজমেন্ট যেভাবে চায় সেভাবেই পারফর্ম করার চেষ্টা করতে। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। এর আগেও খেলেছি, তবে এবার একটু ভিন্ন অভিজ্ঞতা হবে। আমি এত বছর ক্রিকেট খেলেছি, আমার চেষ্টা থাকবে এত দিনের অভিজ্ঞতা সেখানে দলের জন্য কাজে লাগানোর।'


হুট করেই দলের প্রয়োজনে দেশ থেকে উড়িয়ে নেয়া হয় ইমরুলকে। ধারণা করা হচ্ছিল লিটন দাসের সঙ্গে ওপেন করবেন এই বাঁহাতি।


কিন্তু টিম ম্যানেজম্যান্ট মিডেল অর্ডারের দায়িত্ব তুলে দেন তাকে। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে গড়েছেন ১২৮ রানের জুটি। যা ষষ্ট উইকেটে বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ জুটি।


নিজেও ধীরে সুস্থে ভাবে খেলে স্কোরবোর্ডে যোগ করেছেন এবং রিয়াদকে সুযোগ দিয়েছেন সেট হওয়ার। দলের প্রয়োজনে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন ক্যারিয়ারের নতুন অভিজ্ঞতার দিনে। এই ইমরুলকেই তো চেয়েছিল বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball