মালিকের ফিফটিতে পাকিস্তানের মাঝারি সংগ্রহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান- ২৩৭/৭ (৫০ ওভার) (মালিক-৭৮, ফখর- ৩১) (বুমরাহ- ২/২৯, কুলদিপ- ২/৪১)
টস- পাকিস্তান (ব্যাটিং)
দুবাইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ২৩৭ রানের পুঁজি দাড় করিয়েছে স্বাগতিক পাকিস্তান।
এদিন দলের পক্ষে দুর্দান্ত ৭৮ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ শোয়েব মালিক। দলের বিপদের সময় ক্রিজে নেমে ৯০ বলে চার বাউন্ডারি এবং দুই ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান তিনি।

পাশপাশি অধিনায়ক সরফরাজের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৪ রান। আর ইনিংসের শেষ দিকে ২১ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন আসিফ আলি।
ভারতের পক্ষে এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার জাসপ্রিত বুমরাহ। দশ ওভারে এক মেইডেন সহ ২৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই পেসার।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমান করার আগেই ১০ রান করে দলীয় ২৪ রানে বিদায় নেন ওপেনার ইমাম উল হক।
এরপর ফখর জামান এবং বাবর আজম মিলে হাল ধরলেও কুলদিপ যাদবের বলে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন ফখর। আর ভুল বুঝাবুঝিতে ৯ রান করে রান আউট হন ববর।
এরপর পঞ্চম উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন অধিনায়ক সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিক। সফরাজ ৪৪ করে ফিরলেও মালিক তুলে নেন ৫০।
এরপর মালিক ৭৮ করে ফিরলেও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২৩৭ রানের পুঁজি দাড় করায় পাকিস্তান। মোহাম্মাদ নাওয়াজ ১৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
পাকিস্তান একাদশ-
ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলি, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইয়ুডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, কুলদিপ যাদব, রবিন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।