ধাওয়ান-রোহিতকে ঘিরেই যত পরিকল্পনা পাকিস্তানের

ছবি: ভারতীয় দল

|| ডেস্ক রিপোর্ট ||
২১৩ রান নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মাও খুব বেশি পিছিয়ে নেই।
১৫৮ রান নিয়েই চতুর্থ অবস্থানে আছেন তিনি। আর পাক-ভারত মহারণের আগে এই দুই ভারতীয় ওপেনারকে নিয়েই চিন্তা করছে পাকিস্তান। ধাওয়ান-রোহিতকে তারা ফেরাতে চায় প্রথম দশ ওভারের মধ্যেই।

সুপার ফোরে দুই দলের এই মহারণের আগে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। আসরে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে সব দলের বিপক্ষেই ভাল বোলিং করতে হবে বলে মনে করছেন তিনি।
'আফগানদের সাথে জয়ের পরে আমরা আমাদের মোমেন্টাম খুঁজে পেয়েছি। এখন আমরা ভারতের বিপক্ষে ম্যাচে তাকিয়ে আছি। ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। আমরা যদি তাদের ওপেনারদের উইকেটে থিতু হওয়ার সুযোগ দেই, তাহলে তারা বেশি রান করে ফেলতে পারে।
'তাদের প্রথম দশ ওভারের মধ্যেই আউট করে ফেলতে চাই আমরা। তাহলেই আমরা তাদের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারব। অবশ্য শুধু ভারতের বিপক্ষে নয়, আমরা অন্য যেকোনো দলের বিপক্ষে ভাল বোলিং করতে চাই, যাতে করে আমরা জয় ছিনিয়ে নিতে পারি।'
উল্লেখ্য, কথা লড়াই পাক-ভারতের ম্যাচের আগে কম হয়না। কিছুদিন আগেই পাক পেসার হাসান আলী বলেছিলেন, ভারতের দশটি উইকেটই নিতে চান তিনি। কিন্তু ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হাসান আলীকে খুঁজেই পাওয়া যায়নি। এবার পাকিস্তান তাদের লক্ষ্য ঠিক রাখতে পারে কিনা এটাই দেখার।