শচিন-কোহলি তুলনায় যেতেই রাজি নন পন্টিং

ছবি: রিকি পন্টিং এবং শচিন টেন্ডুলকার

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারের সঙ্গে ভিরাট কোহলির তুলনা করতে নারাজ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। তুলনা করার জন্য কোহলির ক্যারিয়ারের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য তার।
ভারতীয় মিডিয়ার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে রিকি পন্টিং জানিয়েছেন,

'এই মুহূর্তে দুজনের তুলনা করা অনেক বেশি কঠিন। বিশেষ করে কোহলির ক্যারিয়ারের এমন সময়ে এসে। কেননা কোহলিকে তার সাথেই তুলনা করা হচ্ছে যে ২০০ টেস্ট খেলেছে। শচিন তার ২৫-২৬ বছর বয়সে কি করেছে এটা কারো মনে নেই, মনে আছে শচিন তার ক্যারিয়ার শেষে কি করেছে।
'সবাই কোহলিকে নিয়ে এখন অনেক বেশি বলে। আগে তাকে ১০, ১২ থেকে ১৫ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে দিন। এটাই হবে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের লক্ষণ। শচিন তিন ফরম্যাটেই (আইপিএল সহ) শাসন করেছে।'
উল্লেখ্য, শচিনের সঙ্গে কোহলির তুলনা চলে আসছে অনেক আগে থেকেই। অবশ্য সেই মানের পারফর্মেন্স সবসময় উপহার দিয়েছেন কোহলি, যদিও পন্টিংয়ের মতে, তুলনা হওয়ার আগে কোহলিকেও তার ক্যারিয়ার শেষ করার সুযোগ দিতে হবে।
শচিন তার ক্যারিয়ারে ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে ১০০ সেঞ্চুরিসহ ৩৪ হাজারের বেশি রান করেছেন। আর ২৯ বছর বয়সী কোহলি এরইমাঝে দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ৫৮ সেঞ্চুরিসহ প্রায় ১৬ হাজার রান।