সৌম্য ও ইমরুলকে একাদশে চান দাসগুপ্তা

ছবি: সৌম্য ও ইমরুল

|| ডেস্ক রিপোর্ট ||
হুট করেই এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়ে গিয়েছেন ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। সবকিছু ঠিক থাকলে আজই আরব আমিরাতের বিমান ধরবেন তারা। হয়ত আফগানিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচে তাঁদের মধ্যে একজনকে দেখা যেতেও পারে।
তবে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটার দ্বীপদাস গুপ্ত জানিয়েছেন একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে সৌম্যকেই এগিয়ে রাখবেন তিনি। কেননা শুধু ব্যাট হাতেই নয়, কখনও কখনও পার্ট টাইম বোলার হিসেবেও কাজ চালিয়ে নেয়ার সক্ষমতা রয়েছে এই ক্রিকেটারের।

ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে একাদশে ইমরুল এবং সৌম্যকে রাখতেন কিনা এমন প্রশ্নের জবাবে দ্বীপদাস গুপ্ত বলেছেন, 'আমার মতে আমি রাখতাম। বিশেষ করে সৌম্য যদি সুযোগ পায় তাহলে সে ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারে যদি প্রয়োজন হয়।'
অবশ্য শুধু সৌম্যর পক্ষেই নয়, দ্বীপদাস কথা বলেছেন ইমরুলের হয়েও। তাঁর মতে খুব বেশি ধারাবাহিক না হলেও সৌম্যর মতো ইমরুলেরও প্রতিভা রয়েছে যথেষ্ট। আর সেই কারণে তাঁদের খেলাতে দ্বিধা বোধ করতেন না তিনি। এই ক্রিকেট বিশ্লেষকের মতে,
'হ্যাঁ আমি তাঁদের মধ্যে একজনকে একাদশে দেখতে ইচ্ছুক। ইমরুলও প্রমাণ করেছে এর আগে যে তাঁর প্রতিভা আছে। যদিও সে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না, তবে উভয়ই প্রতিভাবান ক্রিকেটার এবং আমি তাঁদের খেলাতে দ্বিধা করবো না।'
উল্লেখ্য এখন পর্যন্ত ৭০টি ওয়ানডেতে ২৮.৯৫ গড়ে ১৯৯৮ রান সংগ্রহ করেছেন ইমরুল কায়েস। যেখানে রয়েছে ২টি শতক এবং ১৪টি অর্ধশতক। অপরদিকে সৌম্য সরকারের সংগ্রহ ৩২ ম্যাচে ৩৪.৫৩ গড়ে ৯৬৭ রান। রয়েছে ১টি শতক এবং ৬টি অর্ধশতক।