বাংলাদেশের 'দ্বিতীয়' প্রতিপক্ষ আমিরাতের গরম

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের এশিয়া কাপে শুরু থেকেই গরমের সাথে যুদ্ধ করে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আরব আমিরাতের আবহাওয়া যে কখনোই বাংলাদেশের মত নাতিশীতোষ্ণ হবে না সেটি আগে থেকেই ধারণা ছিল তাদের।
তবে এই গরম আবহাওয়ার জন্য আদতে কতটা প্রস্তুত ছিল বাংলাদেশ সেটাই হল বড় প্রশ্ন। কেননা আফগানিস্তানের বিপক্ষে শুধু মাঠের লড়াইতেই নয়, বরং বাংলাদেশ হেরে গিয়েছিল গরমের কাছেও।

গতকাল অনুষ্ঠিত সেই ম্যাচটিতে আবুধাবির তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে স্বাভাবিকভাবেই হাঁসফাঁস করতে হয়েছে বাংলাদেশের মাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে খেলে অভ্যস্ত টাইগারদের।
তবে এই গরমের মাঝেও ৪০ ওভার পর্যন্ত দারুণ বোলিং করে গিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু এরপরেই যেন গরম জেঁকে বসে ক্রিকেটারদের ওপর। ১৬০ রানের মাথায় আফগানদের ৭ উইকেট ফেলে দেয়া বাংলাদেশই এরপর হারিয়ে যায় ম্যাচ থেকে পুরোপুরি।
আর এর কৃতিত্ব যতটা না রশিদ খান এবং গুলবাদিন নাইবের, তার থেকে ঢের বেশি আরব আমিরাতের গরম আবহাওয়ার। অথচ মুদ্রার ঠিক উল্টো পিঠ আফগানিস্তানের ক্ষেত্রে দেখা গিয়েছে। আরব আমিরাতের গরমে এরই মধ্যে নিজেদের মানিয়ে নিয়েছে আফগানরা।
এশিয়া কাপের মিশনে নামার আগে বেশ অনেকদিন থেকেই সেখানে ক্যাম্প চালিয়েছে তারা। শুধু তাই নয়, সেখানকার আবহাওয়া এবং কন্ডিশনও অনেকটা আফগানিস্তানের মতোই। সেক্ষেত্রে বাড়তি সুবিধাই পেয়েছে তারা।
সবমিলিয়ে বলা চলে এবারের এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে আমিরাতের গরম আবহাওয়া। এই প্রতিপক্ষকে আদৌ পরাস্ত করতে কি পারবে টিম বাংলাদেশ? এই প্রশ্নের জবাব অবশ্য সময়ই বলে দিবে।