এশিয়া কাপের পরেই অপারেশন- সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে যে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের আঙ্গুলের অপারেশন করান হবে না সেটি অনেকটা নিশ্চিতই ছিল বলা চলে।
মূলত উইন্ডিজ সিরিজের পর অপারেশনের কথা ভাবলেও সাকিব নিজেই পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন এশিয়া কাপের কথা চিন্তা করে।

বর্তমানে এশিয়া কাপে পুরোদমে খেলেও যাচ্ছেন তিনি। বর্তমানে দলের অন্যান্যদের সাথে নিজেও পুরোপুরি ফিট রয়েছেন বলে দাবি করেছেন সাকিব।
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ধারাভাষ্যকার রাসেল আরনল্ডের সাথে কথা আলাপকালে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, 'সকলেই খেলার জন্য ফিট, আমিও যথেষ্ট ফিট রয়েছি।'
অবশ্য এশিয়া কাপ শেষ হওয়ার পরেই যে অপারেশন করাবেন সেটাও জানিয়েছেন টাইগারদের সহ অধিনায়ক। বলেছেন, 'আমি এখনও সার্জ???রি করাইনি। এশিয়া কাপের পর সেটি করাব।'
উল্লেখ্য সেই নিদাহাস ট্রফি থেকেই আঙ্গুলের ইনজুরি নিয়ে খেলে আসছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিদাহাসের পর ওয়েস্ট ইন্ডিজেও আঙ্গুলের অপারেশন না করিয়ে উড়ে গিয়েছিলেন সাকিব। সেখানে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে দেশের হয়ে খেলে গিয়েছিলেন তিনি।