promotional_ad

জিততেই চেয়েছিলাম আমরা- মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি দেখার পরে অনেকেরই মনে হতে পারে এই ম্যাচটিকে তেমন গুরুত্ব সহকারে নেয়নি টাইগাররা। অন্তত ১৩৬ রানের বিশাল ব্যবধানে পরাজয় সেটাই ভাবতে বাধ্য করছে ক্রিকেট ভক্তদের।  


যদিও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন ভিন্ন কথা। খেলার প্রতি সকলেরই পূর্ণ ফোকাস ছিল বলে দাবি করেছেন তিনি। আফগানদের বিপক্ষে ভরাডুবির পর সংবাদ সম্মেলনে লড়াইল এক্সপ্রেস জানিয়েছেন ৪০ ওভারের পরই ম্যাচের মোড় নিজেদের দিকে নিয়ে গিয়েছিলেন রশিদ-নাইবরা। আর সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট,  



promotional_ad

'আমি মনে করি না ফোকাস কম ছিল। আমরা জিততেই চেয়েছিলাম এবং আমি মনে করি ৪০ ওভার পর্যন্ত আমরা ভাল ছন্দে ছিলাম। এরপরে তারা ঘুরে দাঁড়িয়েছে,' বলেন টাইগার দলপতি। 


তবে বাংলাদেশের মত একটি দলের পক্ষে ২৫৬ রানের লক্ষ্য খুব বেশি হওয়ার কথা ছিল না। কিন্তু আফগানদের অসাধারণ বোলিংয়ের সামনে এই লক্ষ্যই যেন পাহাড়সম বলে ঠাওর হচ্ছিল সাকিব, মাহমুদুল্লাহদের।


টপ এবং মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হওয়াটা অবশ্য আশা করেননি অধিনায়ক মাশরাফি নিজেও। ম্যাচ শেষে তাই হতাশার বাণীই ফুটে উঠেছে তাঁর কণ্ঠে। যদিও ভারতের বিপক্ষে শুক্রবারের (আজ) ম্যাচটিতে ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বলেছেন,  



'আমার মতে আমাদের আরও ভাল করা উচিৎ ছিল, বিশেষ করে ব্যাটিং লাইন আপের দিক থেকে। যেভাবে আমাদের ব্যাটিং লাইন আপ ভেঙ্গে পড়েছিল এটি আমি একেবারেই আশা করিনি। আমাদের শুক্রবারের ম্যাচটিতে উন্নতি করতে হবে যেন এমনটি আর না ঘটে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball