আবু ধাবিতে দেরাদুন ফেরাতে চায় আফগানিস্তান
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের চার দল শেষ চার নিশ্চিত করে ফেলার কারণে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির নাম দেয়া হয়েছে নিয়ম রক্ষার ম্যাচ।
তবে নিয়ম রক্ষার নাম দেয়ার এই ম্যাচে যে মানের লড়াইয়ের কথা মাথায় রেখেই মাঠে নামবে আফগানিস্তান দল সেটা স্পষ্ট বোঝা গিয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মাদ নবির কণ্ঠে।

এর আগে দেরাদুনে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দু'দল। আর সেই সিরিজে বাংলাদেশ দলকে হোয়াইট ওয়াশ করেছিল আফগানরা।
আর সেই সিরিজ থেকেই অনুপ্রেরণা নিচ্ছে আফগানিস্তান। তামিম ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলছেন না। তাছাড়াও এই ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে।
তাই এই সুযোগটাকেই কাজে লাগাতে চায় আফগানিস্তান। আগের সিরিজে বাংলাদেশ হেরে যাওয়ার কারণে নাকি বাড়তি চাপ বাংলাদেশের উপরেই থাকবে। নবি বলেন,
'আমাদের সামনে ভালো সুযোগ বাংলাদেশকে হারানোর। যে সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। দেরাদুনে টি-টুয়েন্টি সিরিজ জিতেছি আমরা তাই বাড়তি চাপে থাকবে বাংলাদেশ।'
বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।