ইংল্যান্ড দলে নতুন মুখ

ছবি: ইংল্যান্ড দল

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী অক্টোবরেই শ্রীলংকা সফরে যাচ্ছে ইংল্যান্ড দল। এই সিরিজে থাকছে পাঁচটি ওয়ানডে, একটি টি-টুয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই ওয়ানডে দলের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
প্রথম তিন ওয়ানডে ম্যাচে থাকছেন না ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। তার জায়গায় সুযোগ পেয়েছেন ওলি স্টোন। নিজের বিয়ের অনুষ্ঠানের জন্যই শ্রীলংকা সফরে ডাক পাননি প্লাঙ্কেট।

তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচে না খেললেও শেষ দুই ম্যাচে খেলতে পারেন প্লাঙ্কেট। এদিকে এই দলে জায়গা মেলেনি ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলিরও।
কেননা পিঠের ব্যথা এখনো সারেনি উইলির। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১০ অক্টোবর। তবে শ্রীলংকা সফরের জন্য শক্তিশালী দলই গঠন করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ড স্কোয়াডঃ- ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জশ বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ওলি স্টোন, ,মার্ক উড, ক্রিস ওকস।