promotional_ad

ভারতের ড্রেস রিহার্সাল ম্যাচ মঙ্গলবার

ভারতীয় দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ম্যাচটিতে ভারত জেতার সম্ভাবনাই বেশি, আর ভারত জিতে গেলেই আসর থেকে বাদ যাবে হংকং।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল। এদিকে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরুর আগে আগে দারুণ উত্তেজিত ভারত।


শুধু উত্তেজিত না তারা, এর পাশাপাশি কিছুটা চিন্তিতও তারা, এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। এই আসরে নিজেদের একাদশ নিয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষাও চালাতে চান তারা। 



promotional_ad

'আমি যতটা উত্তেজিত ততোটাই চিন্তিত। এটা আমার জন্য অনেক বড় আসর। আমি দলের সবার খেলার সম্বন্ধে ধারণা রাখি যা খুবই গুরুত্বপূর্ণ।'  


'এই সিরিজে আমরা অনেককেই সুযোগ দিতে চাই। কেননা এই সিরিজেই আমরা নির্ধারণ করতে চাই কে চার নম্বরে ব্যাট করবে আর কে ছয় নম্বরে ব্যাট করবে।'; গণমাধ্যমে জানিয়েছেন রোহিত।


এদিকে আরব আমিরাতের তীব্র গরম থাকছে এই ম্যাচেও, স্থানীয় আবহাওয়া অফিস অন্তত এমনটাই জানিয়েছে। ম্যাচে স্পিনারদের প্রভাব দেখা যেতে পারে, কেননা এই স্টেডিয়ামে এর আগের ম্যাচেও (পাকিস্তান বনাম হংকং) ছিল স্পিনারদের দাপট।


এদিকে হংকংয়ের একাদশ পরিবর্তনের কোনো আভাস মেলেনি, তবে ভারতের একাদশে কিছুটা পরীক্ষা নিরীক্ষা হবে বলে আগেই জানিয়েছেন রোহিত। এদিকে অতীত ঐতিহ্যেও সস্তিতে আছে ভারত। দুই দলের আগের একমাত্র মোকাবেলায় জিতেছিল ভারতই।



সম্ভাব্য একাদশঃ-


ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান / লোকেশ রাহুল, আম্বাতি রায়ুডু, মানিষ পান্ডে, এমএস ধোনি / দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া / অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার / শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ / খলীল আহমেদ, যুবেন্দ্র চাহাল।


হংকংঃ নিযাকাত খান, অশূমান রাথ (অধিনায়ক), বাবর হায়াত, কিঞ্চিত শাহ, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, আইজাজ খান, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), তানবির আফজাল, এহসান নওয়াজ, নাদিম আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball