ভারতের বিপক্ষে পূর্ণ সতর্ক সরফরাজ

ছবি: সরফরাজ আহমেদ

|| ডেস্ক রিপোর্ট ||
হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় একটি জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে পাকিস্তান। কিন্তু এরপরেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি পাক দলপতি সরফরাজ আহমেদ।
আইসিসির সহযোগী দেশটিকে ১০ কিংবা ৯ উইকেটে হারাতে পারলে বরং বেশি খুশি হতে পারতেন বলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সরফরাজ। এই ম্যাচ থেকে বেশ কিছু উন্নতির জায়গা খুঁজে পেয়েছেন বলেও উল্লেখ করেছেন পাক দলপতি। তিনি বলেন,

'একজন অধিনায়ক হিসেবে আমি কিছু বিষয় খুঁজে বের করেছি যেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিৎ। আমাদের এই ম্যাচটি ৯ কিংবা ১০ উইকেট হাতে রেখে জেতা উচিৎ ছিল এবং আমাদের আরও ভালো বোলিং করা দরকার।'
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আগামী ১৯শে সেপ্টেম্বর মাঠে নামার আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে বদ্ধিপরিকর সরফরাজ। বিশেষ করে নতুন বলে সুইং পাওয়ার ব্যাপারটি নিয়ে অনুশীলনে কাজ করার কথা জানালেন তিনি। যেটি হংকংয়ের বিপক্ষে পাননি দলের পেসাররা। সরফরাজ বলছিলেন,
'আমরা নতুন বলে তেমন সুইং পাইনি এবং এটি আসলেই চিন্তার বিষয়। আমরা এটি নিয়ে আমাদের পরবর্তী অনুশীলনে কাজ করবো। ভারতের বিপক্ষে জিততে হলে তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।'