promotional_ad

'কোচ নয়, ধারাভাষ্যকার হিসেবে থাকা উচিৎ শাস্ত্রীর'

রবি শাস্ত্রী
promotional_ad


|| ডেস্ক রিপোর্ট || 


ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারত পরাজিত হওয়ার পর কোচ রবি শাস্ত্রীর সমালোচনায় মুখর হয়ে আছে দেশটির অনেক সাবেক ক্রিকেটার।


এমনকি অস্ট্রেলিয়া সিরিজের আগে শাস্ত্রীকে সরিয়ে দেয়ারও দাবি জানিয়েছেন তারা। এই তালিকায় আছেন ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার চেতান চৌহানও।



promotional_ad

তাঁর মতে ভারতের এই বর্তমান দুরবস্থার জন্য অনেকাংশে দায়ী রবি শাস্ত্রীই। সেই কারণে শাস্ত্রীকে কোচের পরিবর্তে ধারাভাষ্যকারের ভূমিকাই পালন করতে বলেছেন তিনি।   


নভেম্বরে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া সফরের আগে শাস্ত্রীকে হঠানোর আহ্বান জানিয়ে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলা চৌহান বলেছেন,


'অস্ট্রেলিয়া সফরের আগে রবি শাস্ত্রীকে প্রধান কোচের পদ থেকে বাদ দেয়া উচিৎ। রবি শাস্ত্রী অনেক ভাল একজন ধারাভাষ্যকার এবং তাঁর এটাই করা উচিৎ।'


চৌহান আরও বলেন, 'ভারতীয় দলকে আরও ভাল খেলা উচিৎ ছিল। উভয় দলই সমান শক্তিশালী ছিল। কিন্তু ভারতীয় দল ইংলিশদের টেইল এন্ডারদের সামাল দিতে পারেনি।'



অবশ্য শুধু চৌহানই নন, এর আগে শাস্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিলেন আরেক সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুল এবং বীরেন্দ্র শেহবাগও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাস্ত্রীকে ধুয়ে দিয়েছিলেন শেহব্যাগ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball