ম্যাথিউসের 'ফিল্ডিং' অজুহাত

ছবি: ম্যাচে মোট চারটি ক্যাচ লুফে নিতে ব্যর্থ শ্রীলংকা

|| ডেস্ক রিপোর্ট ||
টাইগারদের বিপক্ষে শুরু থেকেই লঙ্কানরা দিচ্ছিল ক্যাচ মিসের মহড়া। শুরুর ১৫ ওভারের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়েছে লঙ্কান ফিল্ডাররা। এছাড়াও পুরো ম্যাচ মিলিয়ে মোট চারটি ক্যাচ লুফে নিতে ব্যর্থ হয়েছে তারা।
ম্যাচ শেষে এই ক্যাচ মিসকেই দায়ী করেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলের পারফর্মেন্সে দারুণ হতাশ তিনি। পুরস্কার বিতরণীতে কথা বলার সময় জানিয়েছেন,

'এটা দলের কাছ থেকে খুবই বাজে প্রচেষ্টা ছিল। আমরাই একের পর এক ক্যাচ মিস করে তাদের সুযোগ করে দিয়েছি।'
এদিকে ম্যাচটিতে শ্রীলংকা হেরেছে মোট ১৩৭ রানে। এতো বড় রানে হারের অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। লঙ্কানদের দলের সর্বোচ্চ রানের ইনিংস ২৯ রানের, সেটাও করেছেন আটে নামা দিলরুয়ান পেরেরা।
এছাড়া ওপেনার উপুল থারাঙ্গা করেছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। দলের এমন ব্যাটিং পারফর্মেন্সে যারপরনাই হতাশ ম্যাথিউস। তার দাবী, উইকেট ব্যাটিং উপযোগী হওয়ার পরেও ব্যর্থ হয়েছে তার দল।
আবার একই উইকেটে ব্যাট করে সেঞ্চুরি করা মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। 'মুশফিক খুবই ভাল ব্যাট করেছে। তবে আমরা যখন ব্যাট করেছি, তখন অনেক বাজে সিদ্ধান্ত নিয়েছি। উইকেট ভাল ছিল, কিন্তু আমরা সেই অনুযায়ী ব্যাটিং করতে পারিনি।'