মুশফিকের লড়াকু সেঞ্চুরি

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশঃ ২১০ রান ৮ উইকেট - ৪৪ ওভার
ব্যাটিংঃ মুশফিক ১০২*
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্যে জয়ী হয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অধিয়ানকের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে দলকে ভাল সূচনা এনে দিতে পারেন নি ওপেনার লিটন দাস। ইনিংসের পঞ্চম বলে কুশল মেন্ডিসের হাতে লাসিথ মালিঙ্গার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।

০ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপরের বলেই আবারও আঘাত হানেন মালিঙ্গা। দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে সাকিব আল হাসানের স্ট্যাম্প ভেঙ্গে দেন এই ডানহাতি পেসার। সাকিবও বিদায় নেন ০ রানে।
দুই উইকেট হারিয়ে বিপদে পরা বাংলাদেশের ধাক্কা সামাল দেয়ার দেয়ার আগেই সুরাঙ্গা লাকমালের বাউন্সারে পুল শট খেলতে গিয়ে হাতে আঘাত পান ওপেনার তামিম ইকবাল। পরবর্তীতে মাঠ ছেড়ে যান এই ওপেনার।
এরপর মুশফিককে সঙ্গ দিতে নামেন মিথুন আলি। দুজন মিলে দলের ইনিংস মেরামতের কাজটা ভালোই করেন। দুই উইকেট রক্ষক মিলে পঞ্চম উইকেট জুটিতে গড়েন ১৩১ রানের। দুজনি তুলে নেন ফিফটি।
কিন্তু ২৫ ওভারের পর আবারও বোলিংয়ে আসা লাসিথ মালিঙ্গার বলে উইকেট রক্ষক কুশল পেরেরার হাতে ৬৪ রানে ক্যাচ দিয়ে ফেরেন মিথুন। মিথুনের বিদায়ের পর আমিলা আপন্সোকে উইকেট বিলিয়ে দেন রিয়াদ।
রিয়াদের পর মোসাদ্দেককে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন মালিঙ্গা। ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে উদ্ধার করতে পারেননি মাশরাফি এবং মিরাজও।
তবে বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মাঝে থাকলেও উইকেটে থিতু হয়ে খেলছেন মুশফিকুর রহিম। লড়াকু ইনিংস খেলে এশিয়া কাপে নিজের দ্বিতীয় এবং ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশঃ তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কাঃ উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), থিসারা পেরেরা, দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, আমিলা আপন্সো।