দুবাইয়ের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকা

ছবি: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

|| ডেস্ক রিপোর্ট ||
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
পিএসএলের দৌলতে এর আগে এই মাঠে শুধু খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম, সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহর। তবে আন্তর্জাতিক ক্রিকেট এবং পিএসএলের উইকেট যে বিস্তর ফারাক থাকবে সেটি বলাই বাহুল্য।
যদিও পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছে তার বেশিরভাগই ছিল হাই স্কোরিং। এখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহটি ছিল ইংল্যান্ডের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৫০ ওভারে ৩৫৫ রান সংগ্রহ করেছিল ইংলিশরা।
দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিং করে ৫ উইকেটে ৩১৭ রানের ইনিংস দাঁড়া করিয়েছিল প্রোটিয়ারা। তালিকার তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাটিং করতে নেমে ২৯২ রান সংগ্রহ করেছিল স্বাগতিক পাকিস্তান। আবুধাবির এই স্টেডিয়ামটিতে ২০১৩ সালে শ্রীলঙ্কাও গড়েছিল বড় স্কোর। সেবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৮৭ রান করে লঙ্কানরা।
সুতরাং সবকিছু মিলিয়ে বলা চলে আগামীকাল ব্যাটিং সহায়ক উইকেটে খেলা হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও ম্যাচ শুরুর আগে উইকেট নিয়ে তেমন কিছু বলা যাচ্ছে না নিশ্চিতভাবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ সংগ্রহঃ
১। ইংল্যান্ড- ৩৫৫/৫ (প্রতিপক্ষ- পাকিস্তান), ২০১৫ সাল
২। দক্ষিণ আফ্রিকা- ৩১৭/৫ (প্রতিপক্ষ- পাকিস্তান), ২০১০ সাল
৩। পাকিস্তান- ২৯২/৬ (প্রতিপক্ষ- শ্রীলঙ্কা), ২০১৭ সাল
৪। শ্রীলঙ্কা- ২৮৭/৮ (প্রতিপক্ষ- পাকিস্তান), ২০১৩ সাল
৫। পাকিস্তান- ২৮৪/৪ (প্রতিপক্ষ- শ্রীলঙ্কা), ২০১৩ সাল