আফগানদের নিয়ে সতর্ক টাইগার সহ অধিনায়ক

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে আগামী ২০শে সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর এই ম্যাচটি নিয়েই যেন বেশি ভয় টাইগার ভক্তদের। কেননা এই আফগানদের বিপক্ষেই দেরাদুনে হোয়াইটওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে।
যদিও সেটি ছিল ভিন্ন ফরম্যাট। তবে এরপরেও ভয়টি থেকেই যাচ্ছে। টাইগারদের সহ অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও তাই আফগানদের হালকাভাবে নিচ্ছেন না। সীমিত ওভারের ক্রিকেটে যে তারা কতটা বিপদজনক হতে পারে সেটি খুব ভালোই জানা আছে তাঁর। সাকিব বলছিলেন,

'আমরা আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে খেলেছি, যদিও সেটি টি টুয়েন্টিতে। তবে অবশ্যই আমরা তাদের খেলার কৌশল জানি এবং এটাও জানি যে তারা সীমিত ওভারের ক্রিকেটে বিপদজনক।'
নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি আদর্শ টুর্নামেন্ট হিসেবেও এশিয়া কাপকে দেখছেন সাকিব। তাঁর মতে গত তিন বছরে বাংলাদেশ কতটা এগিয়েছে সেটা প্রমাণ করার মোক্ষম সুযোগ এই এশিয়া কাপ। টাইগার অলরাউন্ডারের বক্তব্য,
'এটি মোটেই সহজ টুর্নামেন্ট হবে না। তবে একই সময়ে এটি আমাদের প্রতিভা প্রদর্শনের এবং গত দুই তিন বছরে আমরা কতদূর এগিয়েছি তা দেখানোর একটি সুযোগ।'