সাঙ্গাকারার ক্লাসে শ্রীলংকা দল

ছবি: কুমার সাঙ্গাকারা

|| ডেস্ক রিপোর্ট ||
আর একদিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। শুরুর দিনেই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা। আরব আমিরাতে ইতিমধ্যেই কড়া অনুশীলনে আছে শ্রীলংকা দল।
দলের সঙ্গে দেখা করে গিয়েছেন সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও। লঙ্কানদের বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার টোটকা দিয়ে গিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

'সাঙ্গাকারা আমাদের সাথে দেখা করে গিয়েছেন। তিনি তার খেলা সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলেছেন। কিভাবে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায় সেই বিষয়ে দীক্ষা দিয়েছেন।'; জানাচ্ছিলেন আকিলা ধনঞ্জয়া।
এদিকে এই দল নিয়ে দারুণ আশাবাদী দলের এই স্পিন অলরাউন্ডার। প্রায় দুই বছর ধরে কয়েকজন তরুনের একসঙ্গে খেলাটাকে অন্যরকম শক্তির দিক হিশেবেই বিবেচনা করছেন আকিলা।
'আমরা দুই বছর ধরেই একসাথে খেলছি। তাই বলা যায় আমরাও যথেষ্ট ভালো দল। এশিয়া কাপে অংশ নেওয়া চ্যালেঞ্জিং। আমরা তারুণ্য নির্ভর দল হলেও দলে কয়েকজন সিনিয়র আছে। স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।'
আসরের গ্রুপ পর্বে বাংলদেশ ছাড়াও আফগানিস্তানের মুখোমুখি হবে লঙ্কান দল।