'অধিনায়ক' মুশফিকের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ

ছবি: মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট অধিনায়ক হিসেবে টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মেয়াদকাল শেষ হয়েছিল গত বছরেই। তবে মুশফিকের নেতৃত্বে টেস্টে টাইগারদের সাফল্য খুব কম নেই। তাঁর অধীনেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিল টাইগাররা।
শুধু তাই নয়, শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টের অধিনায়কও ছিলেন মুশফিক। সুতরাং অধিনায়ক হিসেবে মুশফিকের প্রাপ্তির খাতা যাচাই করলে বেশি হতাশ হওয়ার কারণ নেই। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে মুশফিক জানিয়েছেন টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর প্রাপ্তি অপ্রাপ্তির কথা। ভালো সময়ের কথা বলতে গিয়ে মুশফিক জানান,
গত বছর আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারিয়েছিলাম, শ্রীলঙ্কাকে তাদের মাটিতে পরাজিত করেছি। নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আমরা জয় লাভ করেছিলাম। এসবই আমাকে গর্বিত করে। এক্ষেত্রে শুধু অধিনায়কের কৃতিত্ব নেই, বরং দলীয় পারফর্মেন্সের কারণেই যেকোনো জয় পাওয়া সম্ভব, সুতরাং আমি সকলকে ধন্যবাদ জানাই।'

খারাপ সময়ের কথাও অবশ্য তুলে ধরেছেন টাইগারদের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরটি তাঁর অধীনে ভালো যায়নি বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সেবার ওয়ানডে এবং টি টুয়েন্টিতেও একই লজ্জা পেয়েছিল টাইগাররা।
তবে একজন অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে খারাপ সময় আসতেই পারে বলে বিশ্বাস করেন মুশফিক। আর সেটিই মূলত দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা সফরটিতে। টেস্টে নিজের অধিনায়কত্ব নিয়ে মুশফিক বলেছেন,
'আমি এমন একজন মানুষ যে কিনা আড়ালে থেকে নিজের কাজটি ঠিকমতো করতে পছন্দ করি। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। যেকোনো খেলোয়াড়ই উত্থান পতনের মধ্য দিয়ে যায় এবং আমার অধিনায়কত্বও গিয়েছে। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরটি আমার জন্য বেশ কঠিন ছিল একজন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে। আমরা দল হিসেবে ভালো করিনি। আমাদের আরো ভালো করা উচিৎ ছিল।'
উল্লেখ্য ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। যার মধ্যে টাইগাররা জয় পেয়েছে ৭টিতে এবং ড্র করেছে ৯টিতে।