অজিদের কন্ডিশনে সমস্যায় পড়বে না ভারত- ওয়াটসন

ছবি: শেন ওয়াটসন

চলতি বছরের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। যেখানে তারা খেলবে তিনটি টি টুয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচের সিরিজ। তবে সম্প্রতি ইংলিশ কন্ডিশনে যেভাবে নাস্তানাবুদ হয়েছে ভারতীয়রা তেমনটি অজিদের কন্ডিশনে হবে না বলে বিশ্বাস করেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভারতীয় ব্যাটসম্যানরা যথেষ্ট সাফল্য পাবে বলেও মনে করছেন তিনি। এর পেছনে একটি কারণও ব্যাখ্যা করেছেন ওয়াটসন। অস্ট্রেলিয়ায় কুকাবুরা বল দিয়ে খেলা হবে বিধায় সুইং নিয়ে কোন সমস্যায় পড়তে হবে না ভারতীয়দের উল্লেখ করে এই অজি অলরাউন্ডার এক বিবৃতিতে বলেছেন,
'অস্ট্রেলিয়ায় কুকাবুরা বল প্রথম ১০-১৫ ওভারের পরে আর সুইং করবে না। যেখানে ডিউক বল সারা দিন ধরে সুইং করে। আর আমার মনে হয় না, ভারতীয় ব্যাটসম্যানরা বাউন্সের জন্য কোনও সমস্যায় পড়বে।'

ইংলিশ কন্ডিশনে বেশীরভাগ ভারতীয় ব্যাটসম্যানরাই নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। ব্রড, অ্যান্ডারসনদের সুইংয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাঁদের। দলের পক্ষে এক ভিরাট কোহলি ছাড়া ধারাবাহিক ছিলেন না কেউই। চার টেস্ট খেলে এখন পর্যন্ত অধিনায়কের সংগ্রহ ৬৮ গড়ে ৫৪৪ রান। রয়েছে দুই শতক এবং তিনটি অর্ধশতক।
মন্দের ভালো করেছেন চেতেশ্বর পুজারা। এক শতক এবং এক অর্ধশতকে ৪৮ গড়ে তাঁর সংগ্রহ ২৪১ রান। এছাড়া বলার মত তেমন কোন পারফর্মেন্স নেই অন্য কোন ব্যাটসম্যানের। ভারতীয় ব্যাটিংয়ের এমন হাল দেখার পরে ওয়াটসন বলেছেন,
‘সুইং বোলিং খেলাটা সহজ কাজ নয়। বিশ্বাস করুন, পরের অ্যাশেজে অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডে যাবে, আমাদের ব্যাটসম্যানরাও সুইং খেলতে সমস্যায় পড়বে। ইংল্যান্ড হল একমাত্র দেশ, যেখানে পরিবেশের জন্য বল এতটা সুইং করে। তিন বছর বাদে হঠাৎ করে ইংল্যান্ডে খেলতে নেমে সফল হওয়া মোটেই সহজ কাজ নয়।'
সাবেক এই অজি অলরাউন্ডারের মতে আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে অনেক ব্যাটসম্যানই সেভাবে সুইং বল খেলতে পারেন না। বিশেষ করে বিদেশের মাটিতে সমস্যায় বেশি পড়তে হয় অনেক ক্রিকেটারকে। ওয়াটসনের ভাষ্যমতে,
'কোনও আন্তর্জাতিক দলের ব্যাটসম্যানরাই এখন সে ভাবে সুইং খেলতে পারে না। যে কারণে বিদেশ সফরে সব দলেরই সমস্যা হয়।'