এশিয়া কাপের আফগান দল ঘোষণা

ছবি: আফগান অনূর্ধ্ব ১৯ দল

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের ২৯ তারিখ থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দলটির অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সাদিকুল্লাহকে। মূলত ট্রেনিং ক্যাম্পে অংশ নেয়া ২৭ ক্রিকেটারের থেকেই এই স্কোয়াডটি বাছাই করেছে আফগান ক্রিকেট বোর্ড।

এদিকে এশিয়া কাপে অংশ নেয়ার আগে ভারতের লখনৌতে অনুশীলন ম্যাচ খেলার পাশাপাশি ক্যাম্প করবে। প্রস্তুতি ম্যাচগুলোতে আফগানরা খেলবে নেপাল, ভারত অনূর্ধ্ব ১৯ দল এবং ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে।
এরপর সবকিছু ঠিক থাকলে আগামী ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে আফগান যুবারা। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এশিয়া কাপে আফগানদের গ্রুপে আরব আমিরাত ছাড়াও রয়েছে ভারত এবং নেপাল।
১৫ সদস্যের আফগান স্কোয়াড-
১। | সাদিকুল্লাহ (অধিনায়ক) |
২। | রিয়াজ হাসান |
৩। | আবিদ মোহাম্মদি |
৪। | ইজাজ |
৫। | ফারহান |
৬। | বশির খান |
৭। | মোহাম্মদ হাসান |
৮। | আব্দুল্লাহ |
৯। | মোহাম্মদ ইশহাক |
১০। | আব্দুল রহমান |
১১। | উসমান গনি |
১২। | সামিউল্লাহ |
১৩। | নাভিদ আহমেদ |
১৪। | নাভিদ খান |
১৫। | জাকিউল্লাহ |