এশিয়া কাপে লড়াই করবে বাংলাদেশঃ মুস্তাক

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে শক্তিমত্তার দিক থেকে ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখছেন সাবেক পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ভালো করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।
বিশেষ করে বাংলাদেশ ও আফগানিস্তান, নিজেদের দিনে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে যে কোন দলকে হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এই কিংবদন্তী স্পিনার বলেছেন,

'মূল প্রতিযোগিতা পাকিস্তান ও ভারতের মধ্যেই হবে। আপনি কোন দলকেই হিসেবের বাইরে ফেলতে পারবেন না। কিন্তু ভারত ও পাকিস্তানের দল যেভাবে সাজানো আছে, কাগজে কলমের হিসেবে এই দুই দল এগিয়ে থাকবে।
'শ্রীলঙ্কা মাহেলা ও সাঙ্গাকারার বিদায়ের পর থেকে কিছুটা ধুঁকছে, নতুন করে দল সাজানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশ-আফগানিস্তান লড়াই করবে, তাদের হিসেবের বাইরে ফেলতে পারবেন না। নিজেদের দিনে যে কোন সম্ভব।'
সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে আরব আমিরাতের কন্ডিশন বড় প্রভাব ফেলবে। গরম আবহাওয়া ও আদ্রতা কিছুটা হলেও কম হবে। একই সাথে দিবারাত্রির ম্যাচে কুয়াশা প্রভাব ফেলবে।
নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে সাকলাইন বলেছেন, 'সেপ্টেম্বর-অক্টোবরের দিকে কন্ডিশন কিছুটা ভালো হয়। জুন, জুলাই, অগাস্টের দিকে গরম ও আদ্রতা থাকে। দিবারাত্রির ম্যাচ হবে, কুয়াশা বড় ভূমিকা রাখবে। কিন্তু প্রকৃতি সম্পর্কে কিছু নিশ্চিত করে বলা যায় না।'