এক ঘণ্টার মধ্যেই টিকিট বিক্রি শেষ!

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শেষে দু'দল

|| ডেস্ক রিপোর্ট ||
সামনেই এশিয়া কাপ, আর এশিয়া কাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এই দুই দেশের মধ্যকার ক্রিকেট ছাপিয়ে যায় যেকোনো কিছুকে!
১৯ সেপ্টেম্বরের এই ম্যাচের সকল টিকিট বিক্রি হয়ে গেছে এরই মধ্যে! এমনকি বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে সব টিকিট। অবশ্য এমনটা হওয়ারই কথা!

এক সময় বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ছিল পাক-ভারতের ম্যাচ। কিন্তু কালের বিবর্তনে এদেশে জনপ্রিয়তা হারিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচ। যদিও বিশ্ব ক্রিকেটে এখনো জনপ্রিয়তার শীর্ষভাগে এই দুই দলের লড়াই।
উল্লেখ্য, ১৫ই সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এবারের এশিয়া কাপের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। ‘এ’ গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরিয়া আসা দল।
আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আসরের প্রথম দিনেই (উদ্বোধনী ম্যাচে) বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এছাড়া বাছাইপর্বে অংশ নেওয়া ছয়টি দল হচ্ছে মালয়শিয়া, ওমান, নেপাল, হংকং, আরব আমিরাত এবং সিঙ্গাপুর।