পিসিবির নতুন সভাপতি এহসান মানি

ছবি: এহসান মানি

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগেই পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। এরপরই তিনি পাকিস্তানের ক্রিকেটে বড় পরিবর্তনের আভাষ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় সোমবার পিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজাম শেঠি।
প্রধানমন্ত্রী ইমরানের কাছে পদত্যাগ পত্র নিজেই জমা দিয়েছেন তিনি। এর খানিকপরই টুইট করে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিয়েছেন, পিসিবির নতুন সভাপতির দায়িত্ব পাচ্ছেন সাবেক আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি।

ইমরানের সঙ্গে শেঠির সম্পর্কটা একেবারেই ভালো ছিলনা। এটা সবারই জানা। ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শেঠির ভাগ্য ঝুলছিল। সেই আশঙ্কাই সত্যি হলো এবার।পিসিবির গঠনতন্ত্রেই আছে, দেশের প্রধানমন্ত্রী চাইলে পিসিবি সভাপতির পদে পরিবর্তন আনতে পারবেন।
২০১৩ ও ২০১৪ সালে প্রথম দুই দফায় পিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন শেঠি। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি শেঠি গত বছর আবারও পিসিবির সভাপতির দায়িত্ব নেন।
এর আগে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে ক্রিকেট প্রশাসক হিসেবে এহসান মানির পথচলা দীর্ঘদিনের। ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ছিলেন আইসিসিতে পিসিবির প্রতিনিধি।
এরপর বিভিন্ন মেয়াদে দেশের ক্রিকেটের বিভিন্ন পদ সামলেছেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন আইসিসির প্রেসিডেন্ট। এবার অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠককেই দায়িত্ব দেয়া হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।