সৌম্য-মিথুনের ব্যাটে রান

ছবি:

বাংলাদেশ এ দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড উলভস। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ২ ওভার কমিয়ে দেয়া হয়েছিল।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনের ব্যাটে দারুণ শুরু করে বাংলাদেশ দল। ৫ ওভার শেষে বাংলাদেশ এ দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান। সৌম্য ২২ ও মিথুন ২৯ রানে অপরাজিত আছেন।
এর আগে নির্ধারিত সময়ে টস মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। প্রায় ১ ঘন্টা পর আম্পায়াররা ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমিয়ে আনেন ১৮ ওভারে। এই ম্যাচের শুরুতে টসে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড দলপতি অ্যান্ডি বালবিরনি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। তারা দলীয় ১৭ রানে ওপেনার স্টুয়ার্ট থম্পসনের উইকেট হারায়। তিনি মাত্র ১২ রান করে সাইফিউদ্দিনের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন।

এরপর ৯ রান করা আরেক ওপেনার ডেলেনিকে নিজের শিকার বানিয়েছেন শরিফুল ইসলাম। আইরিশ অধিনায়ক বালবিরনিও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১ রান করে আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে।
এরপর উইলিয়াম পোর্টারফিল্ডের ব্যাটে প্রতিরোধ গড়ে আইরিশরা। তাকে যোগ্য সঙ্গ দেন সিমি সিং। এই দুজনের ব্যাটেই আইরিশদের দলীয় সংগ্রহ শতক ছাড়ায়। পোর্টারফিল্ড দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন।
তবে ব্যক্তিগত ৭৮ রানে তিনি আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে। শেষ দিকে গেটকাটে ৫ রান করে আউট হয়ে গেলেও। সিমি ৬৭ রানে অপরাজিত থেকে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন।
বাংলাদেশ এ (স্কোয়াড):
মমিনুল হক, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), জাকির হাসান, আল আমিন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, ফজলে মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, সাইফ হাসান, মিজানুর রহমান, নুরুল হাসান।
আয়ারল্যান্ড এ (স্কোয়াড):
স্টুয়ার্ট থম্পসন, গ্যারেথ ডেলেনি, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও ব্রায়েন, সিমি সিং, এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), লোরাকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্জ ডকরেল, ডেভিড ডেলেনি, ব্যারি ম্যাকার্থি, জেমস শ্যানন, ট্রায়ন কেন, পিটার চেজ।