দেশের হয়ে খেলা মিস করবেন না ডি ভিলিয়ার্স!

ছবি: এবিডি ভিলিয়ার্স

সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স চলতি বছরের মে মাসে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তার অবসর মেনে নিতে পারেননি অনেকেই।
ভিলিয়ার্সের ক্রিকেট মাঠের সুন্দর, সাবলীল ব্যাটিং নিদর্শন যে বিশ্ব ক্রিকেটের সকলেই মিস করবেন তা হলফ করেই বলা যায়। কিন্তু চমকে যাওয়ার মত কথা হচ্ছে সেই ভিলিয়ার্সই নাকি ক্রিকেটকে মিস করেননা।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে যেন অনেকটা হাঁফ ছেড়েই বেঁচেছেন তিনি! এই প্রসঙ্গে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেছেন,

'কখনো কখনো এই চাপটি (আন্তর্জাতিক ক্রিকেটের) অসহনীয় পর্যায়ে চলে যেত। তবে আপনাকে দিনের পর দিন চাপ সামলাতে হতোই। দেশ,কোচ,ভক্তরা সর্বদাই আপনার কাছ থেকে প্রত্যাশা করবে এটাই স্বাভাবিক। একজন ক্রিকেটার হিসেবে এটি বিশাল কিছু এবং সবসময়ই এটি আপনার মাথায় গেঁথে থাকতে বাধ্য।'
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় খুব একটা আক্ষেপ নেই ডিভিলিয়ার্সের বলেও জানিয়েছেন তিনি। সঠিক সময়ে অবসর নিতে পেরে যথেষ্ট খুশি তিনি। বর্ষীয়ান এই ক্রিকেটার বলছিলেন,
'আমি জানি একটি বড় খেলায় শতক হাঁকানোর যে অনুভূতি তার সাথে আসলে কোনও কিছুরই তুলনা হবে না। হাজার হাজার মানুষ আপনার নাম ধরে চিৎকার করবে। তবে সত্যি কথা বলতে আমি এটি মিস করবো না। এখন পর্যন্ত আমি বেশ খুশি সরে দাঁড়াতে পেরে। অবশ্যই আমার কোনও প্রকার আক্ষেপ নেই।'
উল্লেখ্য ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ১১৪ টেস্টে খেলে ৫০ গড়ে ৮৭৬৫ রান করেছেন। যার মধ্যে তিনি ২২ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়াও বেশ দাপটের সাথে ২২৮ টি ওয়ানডে এবং ৭৮ টি টি টুয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন তিনি।