এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান

ছবি:

এখন পর্যন্ত মোট দুইবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। আর তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে সরফরাজ আহমেদের দল।
আগামী মাসের মাঝামাঝি পর্দা উঠবে এশিয়া কাপের। আর এবারের আসরের শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়ে আছে দলটি। দলের ক্রিকেটাররাও আছেন দারুণ ফর্মে।
আর এশিয়া কাপে মাঠে নামার আগে দুবাইয়ে ৮ দিনের ক্যাম্প করবে মিকি আর্থারের শিষ্যরা। জানা গিয়েছে ঈদের ছুটি কাটানোর পর পরই সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে এই ক্যাম্প শুরু হবে তাদের।

যেখানে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করবেন তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিবেন তারা। বর্তমানে সকল ক্রিকেটারই ছুটিতে আছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এশিয়া কাপ শুরুর ৪ দিন আগে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে সরফরাজ আহমেদের দল। জানা গিয়েছে ক্যাম্পে ফিটনেস পরিক্ষায় ফেল করলে স্কোয়াডে রাখা হবেনা ক্রিকেটারদের।
???ছাড়া ইনজুরির কারণে দীর্ঘ সময় দলের বাইরে থাকা ক্রিকেটার ইমাদ ওয়াসিমকেও এই ক্যাম্পে রাখা হবে। যিনি বর্তমানে ইনজুরি কাটিয়ে সিপিএল দিয়ে নিজেকে ঝালাই করে নিচ্ছেন।
আসন্ন এশিয়া কাপে অংশ নিবে মোট ৬টি দল। যেখানে ১৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টের বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। আর তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।
অপরদিকে গ্রুপ এ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত। আর তৃতীয় দল হিসেবে থাকবে গ্রুপ পর্ব পেরিয়ে আসা দল। এশিয়া কাপের ১৩টি ম্যাচের মধ্যে সবগুলো অনুষ্ঠিত হবে দুবাই এবং আবুধাবিতে।