promotional_ad

হুমকির মুখে শাস্ত্রীর কোচিং ক্যারিয়ার!

রবি শাস্ত্রী
promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে এখন পর্যন্ত দুটিতে হেরেছে ভারত।  এজবাস্টনে প্রথম টেস্টে অধিনায়ক ভিরাট কোহলির ব্যাটে যা একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল সফরকারীরা। এছাড়া আর বলার মত কোন পারফর্মেন্স ছিল না তাদের। ​​​​​​ফলাফল ৩১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।


লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তো আরো ভয়াবহ অবস্থা ছিল তাদের। ভেন্যু বদলানোর পরেও ভাগ্য বদলায়নি ভিরাট কোহলিদের। ইনিংস এবং ১৫৯ রানের বিব্রতকর এক হার সঙ্গী হয়েছে তাদের।


দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা করতে পেরেছেন যথাক্রমে ১০৭ এবং ১৩০ রান। যা ভিরাট কোহলির অধিনায়কত্বের আমলে সবচেয়ে বাজে দলীয় পারফর্মেন্স। আর এতেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন অধিনায়ক এবং কোচ। 



promotional_ad

বর্তমানে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর দিকে ছুটে আসছে একের পর এক কথার তীর। জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শাস্ত্রীকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় এবং ইংলিশদের বিপক্ষে সিরিজ হেরে গেলে তাঁকে বাতিলও করা হতে পারে। বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন,


'শাস্ত্রী ও তাঁর স্টাফদের ভুলে যাওয়া উচিত নয়, আমরা অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজে (২০১৪-১৫ সালে ০-২), দক্ষিণ আফ্রিকায় (২০১৭-১৮ সালে ১-২) পরাজিত হয়েছিলাম। এখন আমরা ইংল্যান্ডেও ভয়াবহ অবস্থায় আছি। যদি আপনার মনে থাকে ইংল্যান্ডের সাথে ৩-১ এ সিরিজ হারার পর বিসিসিআই ডানকান ফ্লেচার, বোলিং কোচ জো ডয়েস এবং ফিল্ডিং কোচ ট্রেভন পেনিকে চাকরীচ্যুত করেছিল।'


এই বক্তব্যের মাধ্যমেই বোঝা যাচ্ছে শাস্ত্রী এবং তাঁর কোচিং স্টাফদের পারফর্মেন্সে একেবারেই সন্তুষ্ট নয় বোর্ড। বিশেষ করে লর্ডস টেস্টে এভাবে লজ্জাজনক পরাজয়ের পর শাস্ত্রী যে চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় আছেন তা বলাই বাহুল্য।  



ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াইয়ে নামার বেশ কয়েকদিন আগেই কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে সেখানে গিয়েছিল ভিরাট কোহলির দল। কিন্তু এরপরেও পারফর্মেন্সের এরূপ করুণ হাল দেখে স্বভাবতই বেশ ক্ষুব্ধ বোর্ড। এখন দেখার বিষয় সিরিজের তৃতীয় ম্যাচে জয় দিয়ে সমালোচনা বন্ধ করতে সক্ষম হয় কিনা ভারত।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball