চুক্তি নবায়নের পক্ষে নয় জিম্বাবুয়ে বোর্ড

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

লম্বা সময় ধরে আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটের। কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক দিয়ে দিলেও আরও বেশ কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক দেয়নি তারা।
এমনকি বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাও পায়নি বেতন। এমন এক পরিস্থিতিতে একটি সিদ্ধান্তে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট। নিজেদের স্টাফ মেম্বারদের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না তারা।
একটি বিবৃতিতে তারা জানিয়েছে, 'এখন কঠিন সময় চলছে। জিম্বাবুয়ে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।'

তবে ক্রিকেটারদের সঙ্গে নিজেদের চুক্তি বাড়ানো হবে কিনা এটা এখনই জানায়নি তারা। যেসব ক্রিকেটারের সঙ্গে চুক্তি আছে তাদের, সেটা রিভিউ করে দেখা হবে।
আর রিভিউ করার পরেই দেখা যাবে নতুন কোন কোন ক্রিকেটার জিম্বাবুয়ে ক্রিকেটারের সঙ্গে আগামী বছর থাকছেন। উল্লেখ্য, এই নভেম্বরে নিজেদের ঘরোয়া ক্রিকেট শুরু করতে যাচ্ছে জিম্বাবুয়ে।
তখন তারা বেশ কয়েকজন স্টাফ মেম্বারের সঙ্গে এককালীন চুক্তিতে যাবে। এদিকে সেপ্টেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচে খেলার কথা আছে জিম্বাবুয়ের।