promotional_ad

লিটনে ভবিষ্যৎ দেখছেন রোডস

লিটন কুমার দাস
promotional_ad

কয়েকদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা খারাপ পারফর্মেন্স করেননি টাইগারদের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩১ বলে ৬২ রানের একটি ক্যামিও ইনিংস খেলেছিলেন তিনি। 


তবে টি টুয়েন্টি সিরিজে ভালো খেললেও টেস্ট এবং ওয়ানডেতে নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন লিটন। দলকে ভালো শুরু এনে দেয়ার পর তা ধরে রাখতে পারেননি তিনি।


যেমন প্রথম টেস্টের প্রথম ইন???ংসে ২৫ রানের একটি ইনিংস খেলে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর রান বাড়াতে পারেননি লিটন। এরপর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও আউট হয়েছেন ৩৩ রান করে।  


বাংলাদেশ দলের নতুন হেড কোচ স্টিভ রোডসও লিটনের ব্যাটিংয়ের মূল সমস্যা হিসেবে তুলে ধরেছেন ভালো শুরুর পর উইকেট বিলিয়ে আসাকে। এই প্রসঙ্গে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো খেলেছে, কিন্তু ভালো শুরুর পর সে তা ধরে রাখতে পারেনি অনেক খেলাতেই।'



promotional_ad

তবে টি টুয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে লিটনকে খেলিয়ে ভালো করেছে টিম ম্যানেজমেন্ট বলে মনে করেন রোডস। সেই ম্যাচটির মাধ্যমেই নিজেকে একজন বড় স্টেজের ক্রিকেটার হিসেবে প্রমাণ করতে পেরেছেন এই টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান উল্লেখ করে কোচ বলছিলেন, 


'টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তাঁকে খেলতে দেয়া দারুণ ছিল। কারণ সে দুর্দান্ত খেলেছিলো ঐ ম্যাচে, সাথে তাঁর কন্ট্রোলও দারুণ ছিল। সে নিজেকে একজন বড় স্টেজের খেলোয়াড় হিসেবে তুলে ধরতে পেরেছে।'


ক্যারিবিয়ানদের মতো একটি বিশ্বমানের টি টুয়েন্টি দলের বিপক্ষে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা হওয়াটা দারুণ কিছু লিটন তথা বাংলাদেশের জন্যই। ইংলিশম্যান স্টিভ রোডসও তাই এই প্রসঙ্গে জানালেন, 'টি টুয়েন্টি সিরিজের ফাইনালে খেলা এবং ম্যাচ সেরা হওয়া তাঁর এবং বাংলাদেশের জন্য বিশেষ কিছু। সুতরাং আশা করি, এটি ভবিষ্যতের জন্যেও ভালো দিক।' 


রোডস কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে তাঁর অভিজ্ঞতা প্রসঙ্গেও। বাংলাদেশে দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্যারিবিয়ান সফরের ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজে টাইগাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলো তার ভূয়সী প্রশংসাও করেন রোডস। তাঁর ভাষায়, 



'এখন পর্যন্ত এখানে দারুণ লাগছে। আমাদের কিছু উত্থান পতন ছিল, তবে সবমিলিয়ে ছেলেদের পারফর্মেন্স ভালো ছিল (ক্যারিবিয়ানে), বিশেষ করে টেস্ট সিরিজে ব্যর্থতার পর তারা যেভাবে ওয়ানডে এবং টি টুয়েন্টিতে খেলেছে তা আসলেই দারুণ ছিল। সত্যি কথা বলতে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ কিছু ক্রিকেটার প্রয়োজন।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball