চার-ছক্কার বন্যায় দেড়শর ঘরে মমিনুল

ছবি:

ডাবলিনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। টি-টুয়েন্টি মেজাজে ব্যাট করে আইরিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ৮১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
এটি লিস্ট 'এ' ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরি। মমিনুলের পাশাপাশি ফিফটির দেখা পেয়েছেন ওপেনার জাকির হাসানও। তবে এদিনও সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে জাকিরকে।
৭৯ রানে বিদায় নেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে এসেছিলেন তিনি। সেদিন তার ব্যাট থেকে এসেছিল ৯২ রান। মমিনুল ১২৬ এবং মিথুন ১১ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
এর আগে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলপতি মমিনুল হক। আর ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট রক্ষক পিটার চেজকে আন্ডি ম্যাকব্রিনের বলে ক্যাচ তুলে দেন ওপেনার সাইফ হাসানের পরিবর্তে সুযোগ পাওয়া ওপেনার মিজানুর রহমান।
৪ রান করে বিদায় নেন তিনি। এরপর মমিনুল হক এবং জাকির হাসান মিলে দেখে শুনে খেলতে থাকেন। দলকে ফিফটিও এনে দেন তারা। কিন্তু এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি।
কিছুক্ষন বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আবারও মাঠে নামে দু'দল। বিরতির পর ব্যাট করতে নেমে হাত খুলে খেলতে শুরু করেন মমিনুল হক। টি-টুয়েন্টি মেজাজে ব্যাট করে ৪০ বলে তুলে নিয়েছেন ফিফটি।

ফিফটি হাঁকানোর পরও থেমে যাননি এই বাঁহাতি ব্যাটসম্যান। আইরিশ বোলারদের বেধড়ক পিটিয়ে তুলে নেন সেঞ্চুরি। ৮১ বলে ১৬ চার এবং ১ ছক্কার সাহায্যে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
মমিনুলের পাশাপাশি জাকিরও দেখে শুনে তুলে নেন ফিফটি। এরপর দলীয় দুইশ পার করে বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৭৯ রানে ডেলানির বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।
জাকির বিদায় নিলেও থেমে যাননি মমিনুল। আইরিশ বোলারদের উপর তান্ডব চালিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় দেড়শ তুলে নেন টাইগার দলপতি।
বাংলাদেশঃ ২৮৩/২ (৪২ ওভার)
মমিনুল ১৫৮*, মিথুন ৩১*
বাংলাদেশ 'এ' দলের একাদশ-
মমিনুল হক (অধিনায়ক), জাকির হাসান, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, ফজলে মাহমুদ, মোহাম্মদ আল আমিন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড উলভস একাদশ-
এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), লরকান টাকার, জেমস ম্যাককোলাম, হ্যারি টেকটর, টাইরন কেইন, স্টুয়ার্ট থম্পসন, শেন গেটকাটে, অ্যান্ডি ম্যাকব্রাইন, জোনাথান গার্থ, ডেভিড ডেলানি, ব্যারি ম্যাকার্থি।