promotional_ad

আমার থেকে ভালো বোলার রাবাদা- স্টেইন

ডেল স্টেইন এবং কাগিসো রাবাদা
promotional_ad

নিজের থেকেও ভালো মানের পেসার খুঁজে পেয়েছেন দক্ষিন আফ্রিকান ফ্রন্ট লাইন পেসার ডেল স্টেইন। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে তিনি অনেকটাই এগিয়ে এটাও বিশ্বাস করেন প্রোটিয়া এই গতি দানব।


আফ্রিকান বর্তমান বোলিং বিভাগের প্রধান অস্ত্র কাগিসো রাবাদা। আর ডানহাতি এই পেসারকেই নিজের সাথে তুলনায় ভালো খেতাব দিয়েছেন স্টেইন। তবে তাঁকে (রাবাদা) আরও অভিজ্ঞতা সংগ্রহ করতে হবে বলে পরামর্শও দিয়েছেন তিনি।


প্রায় দীর্ঘ দুই বছর ধরে ওয়ানডে দলের বাইরে থাকা এই পেসার আসন্ন ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন। এবার হয়ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আবার দলে ফিরে আসবেন তিনি।


আর এই সময়েই স্বদেশী রাবাদাকে শিক্ষণীয় বিষয়গুলো তাঁর কাছ থেকে গ্রহণ করতে বলেছেন ৩৫ বছর বয়সী পেসার ডেল স্টেইন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,



promotional_ad

'সে (রাবাদা) আমার থেকে অনেক বেশি ভালো। আমি অবশ্যই অনেক রেকর্ড গড়েছি কিন্তু আমার বর্তমান অবস্থার তুলনায় সে অনেক বেশি ভালো। তার শুধু আমার মতো অভিজ্ঞতার অভাব এবং সামনে এগিয়ে যেতে এটাই আমি তাকে শেয়ার করতে পারি।


'আমার কার্যক্রম আমি চালিয়ে যাব, সে তা গ্রহণ করতে পারবে। সে শিখতে পারবে এবং সে আরও ভালো বোলারে পরিণত হবে।'


এছাড়া ব্যাটসম্যানের তুলনায় বোলারদের অনভিজ্ঞতা দলের ভারসাম্য নষ্ট করছে বলে বিশ্বাস করেন দেশের হয়ে ১১৬টি ওয়ানডে খেলা এই পেসার। তাঁর ভাষায়,


'সাদা বলের ক্রিকেটে বোলিং এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটাকে আমি বিশাল ইস্যু মনে করি না। কিন্তু অভিজ্ঞতা বিচার করলে এটা অনেক বড় সমস্যা। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের সেরা ছয় ব্যাটসম্যানই ৮০০ এর বেশি ম্যাচ খেলেছে।



'কিছু আমাদের বোলাররা, বিশেষ করে শেষের চারজন সম্ভবত ১৫০ ম্যাচ খেলছে। এটাই অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে দলের ভারসাম্যে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball