লঙ্কানদের বিশ্বকাপ ভাবনায় থিসারা পেসারা

ছবি: থিসারা পেরেরা, ছবি - ক্রিকফ্রেঞ্জি

ব্যাটিং এবং বোলিং এই দুই বিভাগেই পারদর্শী হতে হয় একজন অলরাউন্ডারকে। আর সেভাবে নিজেকে তৈরি করতে অনেকদিন ধরেই কাজ করছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।
২০১৯ বিশ্বকাপের জন্য নিজেকে একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে মরিয়া তিনি। যা দৃষ্টি কেড়েছে দলের বর্তমান ব্যাটিং কোচ থিলান সামারাবিরার। গত ছয় মাসে থিসারা নিজের ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছেন বলে মনে করেন লঙ্কান ব্যাটিং কোচ।
ডাম্বুলায় অনুষ্ঠিত দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দলের হাল ধরতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু ৩০ বলে ৪৯ রান করে আউট হয়ে যাওয়ায় অনেক হতাশ হয়েছিলেন তিনি। আর এমন হতাশাকে ভালো দিক হিসেবে দেখছেন কোচ সামারাবিরা। এ প্রসঙ্গে তিনি বলেন,

'গত ছয় মাসে সে (থিসারা) নিজেকে একজন পরিণত ব্যাটসম্যান হিসেবে তৈরি করছে। আমি তাকে অনেক সুযোগ করে দিয়েছি এবং সে তা ভালোভাবেই গ্রহন করেছে। সবচেয়ে ভালো দিক হল, সে যখন সাজঘরে ফিরে এসেছে তাঁর ভেতর অনেক হতাশা দেখা গিয়েছে। কারণ এটা তাঁর জন্য সবচেয়ে ভালো সুযোগ ছিল ওয়ানডে সেঞ্চুরি করার।'
পাশাপাশি লঙ্কান এই অলরাউন্ডার বোলিংয়েও অনেক পরিবর্তন এনেছেন। তাঁর বোলিংয়ের গতি আগের তুলনায় অনেক বেড়েছে। আর এই পরিবর্তন এসেছে বোলিং কোচ রমেশ রত্নায়েকে কারণে। এর কৃতিত্বটা বোলিং কোচকেই দিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার সামারাবিরা।
একইসাথে তিনি মনে করছেন, থিসারা আগামী বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার অনেক মূল্যবান একজন ক্রিকেটার। বর্তমানে তিনি যে পথে পরিচালিত হচ্ছেন তা এখন পর্যন্ত সঠিক হিসেবেই দেখছেন বর্তমান এই কোচ। তাঁর ভাষায়,
'আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি এবং তাকে অনুভব করাতে চেষ্টা করেছি ২০১৯ বিশ্বকাপে সে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি এর জন্য বোলিং কোচ রমেশ রত্নায়েককে কৃতিত্ব দিব। সে থিসারার বোলিংয়ের ধরণ পরিবর্তন করেছে। রমেশ আসার আগে থিসারা খুবই ধীরগতিতে বোলিং করতো। কিন্তু বর্তমানে স অনেক দ্রুত বল করে। আমি মনে করি সে সঠিক পথেই পরিচালিত হচ্ছে।'